গোয়েন্দাগিরি ছেড়ে এবার ভূস্বর্গে জঙ্গিহানা সামলাতে দেখা যাবে টলিউডের আবির চট্টোপাধ্যায় কে। তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘অবরোধ ২’ মুক্তি পেতে চলেছে পরশুদিন অর্থাৎ শুক্রবার। জনপ্রিয় একটি ওয়েব প্লাটফর্মে মুক্তি পাচ্ছে এই হিন্দি ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের প্রোমো শেয়ার করেছেন আবিরের বাবা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। এই ওয়েব সিরিজে সেনা আধিকারিক এর ভূমিকায় দেখা যাবে টলিউড হিরোকে। নোট বন্দির ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। প্রসঙ্গত, ২০২১ সালে ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে অভিনেতা আবির টলিউডের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন। কারন সে বছর দুর্গাপূজায় কলকাতা থেকে দূরে ছিলেন অভিনেতা। চলছিল ‘অবরোধ ২’ ওয়েব সিরিজের শুটিং। ওয়েব সিরিজের প্রথম ঝলকেই গল্পের ইঙ্গিত কিছুটা পাওয়া গিয়েছিল। ভূস্বর্গ কাশ্মীরে বেশ বড়সড় জঙ্গি হামলার ছক কষা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা জওয়ান জঙ্গি হামলা ঠেকানোর প্রস্তুতি নিয়েছিল। টিজারে দেখা গিয়েছিল বন্দুকধারী আবিরকে অ্যাকশন সিকোয়েন্সে। আবির ছাড়াও বলিউডের নীরাজ কবি,অহনা কুমারকে দেখা যাবে এই ওয়েবসিরিজে। ছবির টিজার শেয়ার করে তখন আবির লিখেছিলেন,”এক নতুন যাত্রা শুরু হচ্ছে। খুব শিগগিরই অপেক্ষার অবসান ঘটবে। ‘অবরোধ ২’ এর টিজার প্রকাশ্যে এসেছে”।
Html code here! Replace this with any non empty text and that's it.