বিগত কয়েক বছর ধরে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায় মহালয়া দেখার উৎসাহ বাড়ছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পূজোর কাউন্টডাউন। আগামী ৬ অক্টোবর টেলিভিশনের পর্দাতেও বিভিন্ন চ্যানেলে মহালয়া সম্প্রচার করা হবে ভোর পাঁচটা থেকেই। এদিনই পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃ পক্ষের সূচনা হবে।
আরও পড়ুন: মহালয়ার আগেই শেষ ‘মহিষাসুরমর্দিনী’
রেডিওতে বাঙালির মহিষাসুরমর্দিনী শোনার রীতি বছরের পর বছর ধরে চলে আসছে। এখন চ্যানেলগুলোর মধ্যে শুরু হয়েছে মহালায়া সম্প্রচার নিয়ে এক নীরব প্রতিযোগিতা। দর্শকদের মধ্যে প্রতিবারের মতো এবারও তৈরি হয়েছে নানান কৌতুহল কে হবেন দুর্গা? কোন চ্যানেলের কনটেন্ট হবে কিরকম! দুর্গা ছাড়াও অন্যান্য দেবদেবী কিংবা দুর্গার অন্যান্য রূপে আর কাদেরকে দেখা যাবে চ্যানেলে। এমনকি তাদের বহুচর্চিত বিষয় এবছর মহিষাসুরের ভূমিকায় কাদেরকে দেখা যাবে? বহুল প্রচারিত একটি বিনোদনমূলক চ্যানেলে মহিষাসুর হিসেবে দেখা যাবে অভিনেতা ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে।

এই মুহূর্তে তিনি অত্যন্ত জনপ্রিয় মেগা ‘মিঠাই’ তে একটি চরিত্রে অভিনয় করছেন। নিজের সোশ্যাল পেজে একাধিক ছবি শেয়ার করেছেন ধ্রুব। তিনি বধ হবেন জনপ্রিয় টিভি অভিনেত্রী দুর্গা রূপী শুভশ্রী গাঙ্গুলীর হাতে। আরেকটি চ্যানেলে মহিষাসুরের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে। এই নিয়ে টানা তিন বছর এই একই চ্যানেলে মহিষাসুর এর চরিত্রে অভিনয় করবেন। যেখানে পর্দায় দুর্গা চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে।

কোয়েল এই নিয়ে চার বছর টেলিভিশনের পর্দায় মহালয়ার অনুষ্ঠানে মা দুর্গার চরিত্রে অভিনয় করলেন।এর আগেও দুর্গা রূপে দেখা গিয়েছে কোয়েল মল্লিককে। ২০১৫-য় ‘মহিষাসুরমর্দিনী’তে কোয়েলের ‘মা দুর্গা’ রূপ প্রশংসা পেয়েছিল। এরপর ২০১৭ সালে আর একটি চ্যানেলে মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘দুর্গা দুর্গতিনাশিনী’তেও কোয়েল সেজেছিলেন দুর্গা।

২০১৮ এবং ২০১৯ সালেও মহালয়াতে দুর্গা রূপে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। আর একটি বিনোদনমূলক চ্যানেলে মহিষাসুর রূপে দেখা যাবে অভিনেতা ধীমান ভট্টাচার্যকে। এই চ্যানেলে টেলিভিশন পর্দার এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ‘রানী রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে দুর্গা রূপে।এই চ্যানেলে দুর্গার ভূমিকায় অভিনয় ছাড়াও পুজোর বিশেষ অনুষ্ঠানে সঞ্চালিকা হিসেবেও দেখা যাবে তাঁকে।