কলকাতা: ডিসেম্বরের শহর। শীতের শহরে কয়েকগুন পারদ চড়ালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। ‘ওমকারা’ গান, ‘নমক ইশক কা’ গানে নেচে স্পটলাইট কাড়লেন অভিনেত্রী। সন্দীপ্তা সেন অভিনয় ছাড়াও ফ্যাশানের দিক থেকে নিজেকে দারুণ ভাবে গ্রুম করেছেন। ইন্ডিয়ান হোক ওয়েস্টার্ন দুই রকম পোশাকেই তিনি মানানসই। যদিও অধিকাংশ সময়েই তাঁকে দেখা যায় শাড়ি বা ইন্ডিয়ান আউটফিটেই। সন্দীপ্তার পোশাকের পছন্দও ভীষণ রকম রুচিশীল। অভিনেত্রীর কাজল চোখের চাওনি ঝড় তোলে পুরুষ হৃদয়ে।
শীতের শহরে আগাম বসন্ত এর আগমন ঘটালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ‘ওমকারা’ গান, ‘নমক ইশক কা’ গানে নেচে আগুন ঝরালেন অভিনেত্রী। রেখা ভরদ্বাজের গাওয়া, গানে নেচে বিপাশা বসু ফ্লোর কাঁপিয়ে ছিলেন। প্রায় ১৮ বছর পর, নামক ইশক কা আবারও ইনস্টাগ্রাম রিল-এর ট্রেন্ডিং অডিওর চার্টের শীর্ষে রয়েছে৷ সন্দীপ্তা রিথাইম ডান্স ল্যাবে একটি সেশন থেকে গানটিতে তার নাচের রিল পোস্ট করেছেন। বোধন এবং নস্টোনিয়ারের মতো ওয়েব সিরিজে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রী তার ঠুমকা এবং নখরা দিয়ে মন্ত্রমুগ্ধ ।
আরও পড়ুন: রাজ কাপুরের জন্মশতবর্ষে আবেগঘণ রেখা
View this post on Instagram
অন্য খবর দেখুন