এবার বাংলা ছবির দর্শকদের নতুন চমক দিতে চলেছেন দেব এবং জিৎ। নতুন চমক মানে জুটি বেঁধে কাজ করতে চলেছেন। বহু বছর আগে রাজ চক্রবর্তী পরিচালিত দুই পৃথিবী ছবিতে দুজনকে পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল। এবার অবশ্য পর্যায়ে নয়, যৌথভাবে প্রযোজকের আসনে দেখা যাবে তাদের। তাদের ছবির নাম ‘মহাভারত’। সেখানেই দ্রৌপদী হিসেবে থাকবেন নাকি রুক্মিণী মৈত্র। ‘বিনোদিনী’, ‘সত্যবতী’র পর এবার পঞ্চপান্ডব ঘরণি অর্থাৎ দ্রৌপদী।
দেব-প্রেয়সী এক এক পর এক চ্যালেঞ্জ গ্রহণ করছেন। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে বিনোদিনীর পর তাহলে কি দ্রৌপদীর চরিত্রে আসতে চলেছেন রুক্মিণী!
এ বছরের শুরুতে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী প্রশিক্ষণ নিয়ে বিনোদিনীর চরিত্রে কাজ করেছিলেন অভিনেত্রী। শেষ হয়েছে সেই ছবির কাজ। তারপরেই সম্প্রতি ঘোষণা করা হয়েছে রুক্মিণী ব্যোমকেশের সত্যবতী হয়ে আসছেন। ছবিটির নাম ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। ছবিটি পরিচালনা করবেন বিরসা দাশগুপ্ত। ‘দ্রৌপদী’ চরিত্রের কথা এখনো কেউ নিশ্চিত করে না জানালেও এ বিষয়ে কানাঘুষা শোনা যাচ্ছে। যেটুকু জানা গেছে তা হল আলোচনার প্রাথমিক স্তরে রয়েছে এই ছবি। বাংলা ছবির দুই নামজাদা নায়কের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে ‘মহাভারত’।অনেকেরই আশা প্রযোজনার পাশাপাশি দেব-জিৎকে ‘মহাভারত’ এর পর্দাতেও দেখা যেতে পারে।
Rukmini | Draupadi | বিনোদিনী, সত্যবতীর পর রুক্মিণী কি দ্রৌপদী!
Follow Us :