হৃতিক রোশন,সইফ আলি খান অভিনীত ‘বিক্রম বেদা’ নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ রয়েছে তুঙ্গে।গত মাসেই প্রকাশ্যে এসেছে ছবির অন্যতম চরিত্র ‘বেদা’ ওরফে হৃতিক রোশনের লুক।বলিপাড়ার গ্রীক গডের ‘বেদা’ লুক দেখে রীতিমতো তোলপাড় পরে যায় নেটদুনিয়ায়।তবে তারপর একমাস কেটে গেলেও প্রকাশ্যে আসেনি ছবির ‘বিক্রম’ ওরফে সইফের লুক।ছবিতে তাঁর লুক কেমন হবে সেই নিয়ে চুড়ান্ত জল্পনা তৈরি হয়েছে।বলি বিশেষজ্ঞ সূত্রে জোর খবর,অবশেষে মিটতে চলেছে সমস্ত জল্পনার অবসান।আগামিকাল আসতে চলেছে ‘বিক্রম বেদা’-র ‘বিক্রম’ সইফের ফার্স্ট লুক।অভিনেতার ভক্তরা যে ইতিমধ্যেই লুকের জন্য অপেক্ষা শুরু করে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।চলতি বছরের ৩০সেপ্টেম্বর মুক্তি পাবে হৃতিক-সইফের ‘বিক্রম বেদা’।
Html code here! Replace this with any non empty text and that's it.