মুম্বই : রাম সেতু(Ram Setu)-র ব্যর্থতার পর এবার নতুন অ্যাকশন স্পাই থ্রিলার(Action Spy Thriler) তৈরি করতে চলেছেন পরিচালক অভিষেক শর্মা(Abhishek Sharma)।তেরে বিন লাদেন(Tere Bin Laden) কিংবা জন আব্রাহাম অভিনীত পরমানু(Paramanu)-র মতো দুর্দান্ত ছবি তৈরি করে একসময় দারুণ সারা ফেলেছিলেন পরিচালক অভিষেক শর্মা।গতবছর মুক্তি পেয়েছে পরিচালকের নতুন ছবি রাম সেতু(Ram Setu)।অক্ষয় কুমার এবং জ্যাকলিন ফার্নান্ডেজের(Akshay Kumar,Jacquline Fernandez) মতো তারকার উপস্থিতি স্বত্বেও বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে রামসেতু।তবে এবার নতুন ছবি নিয়ে ময়দানে নামছেন অভিষেক শর্মা।তাঁর আগামী ছবি একদম ভিন্নধর্মী একটি স্পাই থ্রিলার ফিল্ম হতে চলেছে।এবার করোনা ভাইরাস(Corona Virus) এবং অতিমারীকে(Pandamic) ছবির বিষয় করেছেন তিনি।চীনের ইউহান প্রদেশ থেকে গোটা বিশ্বে কি ভাবে ছড়িয়ে পড়ল এই অতিমারি।সেই গল্পই নতুন ছবিতে বলবেন অভিষেক শর্মা।ইতিমধ্যেই ছবির কাস্টিং নিয়েও কাজ শুরু হয়ে গিয়েছে।তবে অভিষেকের নতুন ছবিতে কে কে অভিনয় করছেন এখনই তার খোলসা করছেন না নির্মাতারা। কিছুদিনের মধ্যেই ছবির ঘোষণা হবে।তখনই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।
রামসেতু-র ব্যর্থতার পর নতুন ছবি নিয়ে কাজ শুরু করলেন পরিচালক অভিষেক শর্মা।সবসময়ই ভিন্নধর্মী বিষয় নিয়ে ছবি তৈরি করতে চান অভিষেক।পরিচালকের নতুন ছবিও একদম অন্যরকম হতে চলেছে বলেই সূত্রের খবর।২০২০জানুয়ারি থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে কোভিড ১৯ বা করোনা ভাইরাস।তারপরের গল্প আর নতুন করে বোধহয় বলতে হবে না।অতিমারির জন্য দুর্ভোগ এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা আজও ভালভাবেই টের পাচ্ছি।তবে নতুন ছবিতে কিন্তু সেই গল্প বলবেন না পরিচালক অভিষেক শর্মা।কি ভাবে চীনের ইউহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ল সেই গল্প নিয়েই তৈরি হতে চলেছে এই স্পাই থ্রিলার ফিল্ম।পরমানু-র পর সম্ভবত এই ছবিতে আরও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিষেক শর্মা ও জন আব্রাহাম।যদিও এখনও ছবি নিয়ে কোনওরকম আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
Abhishek Sharma | New Thriler Film | অভিষেকের নতুন থ্রিলার
Follow Us :