গত ১১ মুক্তি পেয়েছে পরিচালক রাজ চক্রবর্তী ছবি ‘ধর্মযুদ্ধ’। অনেকদিন প্রতীক্ষা করার পর আরো দুটি বলিউড ছবির সঙ্গে মুক্তি পেয়েছে ছবি। ‘ধর্মযুদ্ধ’ তে অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী,সোহম চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক ও অন্যান্যরা। ছবিটি দেখে যে যার নিজের মতন রিভিউ দিয়েছেন। করোনা অতিমারির ঢেউ সামলে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। ছবিটি দেখে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেতা অঙ্কুশ। তিনি ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ”এটি গর্ব করার মতো সেরা বাংলা ছবির মধ্যে একটা। প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। স্বাতীলেখাদিকে অভিনয়ের ‘দেবী’ বললে ভুল হবে না। বাকিদের অভিনয়ও অসাধারণ”। এখানেই থামেননি অঙ্কুশ। তিনি আরো লিখেছেন,”বাংলা ছবিতে আমরা খুব বেশি বাজেট পাইনা। কিন্তু অল্প বাজেটের মধ্যে সীমাবদ্ধ থেকেও কিভাবে বড় পর্দার জন্য একটা ভালো ছবি তৈরি করা যায় তা রাজ চক্রবর্তী দেখিয়ে দিলেন।” ধর্মযুদ্ধ ছবিটি দেখার জন্য দর্শকদের অঙ্কুশ অনুরোধ করেছেন। “দর্শকদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, ছবিটা হলে গিয়ে দেখুন”। এমন একটা ছবিতে কাজ করতে না পারার জন্য অঙ্কুশ যথেষ্ট আফসোস করেছেন।
Html code here! Replace this with any non empty text and that's it.