২০২১ সাল থেকেই বলিপাড়ায় জল্পনা শোনা যাচ্ছে স্পেশাল ২৬ খ্যাত পরিচালক নীরজ পান্ডের থ্রিলার ফিল্মে অভিনয় করতে চলেছেন অভিনেতা অজয় দেবগণ। চাণক্য-এর কাহিনির উপর তৈরি হতে চলেছে সেই ছবি।যদিও শুরুতেই স্থগিত হয়ে যায় সেই ছবির প্রজেক্ট।অবশ্য সদ্যই থ্রিলার ফিল্ম নিয়ে নড়েচড়ে বসেছেন নির্মাতারা। মুখ্যভূমিকায় অভিনয় করার পাশাপাশি ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন স্বয়ং বলিপাড়ার সিংহম।অজয় দেবগণের সঙ্গে ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করবেন আর এক বলিউড অভিনেতা।আর কেউ নন,তিনি আয়ুষ্মান খুরানা।যদিও অজয় থাকছেন ফার্স্ট লিড রোলে।সেকেন্ড লিড হিসেবে দেখা যাবে আয়ুষ্মানকে।নীরজ পান্ডের প্রায় সব ছবিতেই অভিনয় করেছেন অভিনেতা অনুপম খের।তাই অজয় আয়ুষ্মান ছাড়াও ছবিতে নজর কাড়বেন অনুপমও।আপাতত প্রি প্রোডাকশনের পর্যায়ে রয়েছে আনটাইটেলড ফিল্মটি।নভেম্বরে ভোপালে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।তার আগে ফিল্মটির আনুষ্ঠানিক ঘোষণাও করবেন নির্মাতারা।
Html code here! Replace this with any non empty text and that's it.