অবশেষে সমস্ত অপেক্ষার অবসান।আগামীকাল আসছে অজয় দেবগণের ছবি ‘রানওয়ে ৩৪’-এর টিজার।সোশ্যাল সাইটে ছবির নতুন পোস্টার শেয়ার করে এমনটাই ঘোষণা করলেন ছবির মুখ্য অভিনেতা তথা পরিচালক অজয় দেবগণ।আগামী ২৯এপ্রিল মুক্তি পাবে ‘রানওয়ে ৩৪’।ছবিতে অজয় দেবগণের সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন, রাকুলপ্রীত সিং,বোমান ইরানি ছাড়াও আরও অনেককে।২০২০ সালেই শেষ হয়ে গিয়েছিল এই অন্যধারার থ্রিলার ফিল্মের শ্যুটিং।প্রথমে অজয় দেবগণ ছবির নাম রেখেছিলেন ‘মে ডে’।কিন্তু পরবর্তী কালে পাল্টেছে এই থ্রিলার ছবির নাম।বদলে ছবির নতুন নামকরণ হয়েছে ‘রানওয়ে ৩৪’।অজয়,অমিতাভ এবং রাকুলপ্রীত ছবিতে এই তিন তারকাকেই দেখা যাবে পাইলটের ভূমিকায়।দীর্ঘ প্রতিক্ষার পর শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ‘রানওয়ে ৩৪’-এর টিজার।এতেই খুশির হাওয়া সোশ্যাল মিডিয়ায়।কতটা আকর্ষক হয় ছবির টিজার সেদিকেই নজর রয়েছে নেটিজেনের।
View this post on Instagram