ওয়েব ডেস্ক: আগামী মাস অর্থাৎ অগস্ট(August)-এ চলচ্চিত্র প্রেমীদের জন্য মুক্তি পেতে চলেছে একগুচ্ছ বিগ বাজেটের ছবি(Big budget movies)। কমপক্ষে ৮টি ছবি মুক্তির অপেক্ষায়। এগুলির মধ্যে চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের(Superstar Rajinikanth) ‘কুলি'(Coolie) বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া রয়েছে অজয় দেবগনের(Ajay Devgan) ‘সন অব সর্দার ২'(Son Of Sardar 2) এবং হৃতিক রোশনের(Hrittik Roshan) ‘ওয়ার ২'(War 2)। এছাড়া আরো কিছু ছবি মুক্তি পাবে আগামী অগস্ট মাস জুড়ে।
আরও পড়ুন:বিজেপি নেতার ছেলের সঙ্গে মধ্যরাতে দিল্লির গুরুদ্বারে সারা!
কিন্তু এসব ছাড়াও যে ছবি নিয়ে দর্শকদের মধ্যে অন্যরকম উত্তেজনা দেখা যাচ্ছে সেটি হল ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ এ যোগী'(Ajey: The Untold Story of a Yogi)। যেটি মুক্তি পাবে পয়লা অগস্ট। এই ছবিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(অজয় সিং বিস্ত)/(Chief Minister of Uttar PradeshYogi Adityanath) এর শৈশব থেকে শুরু করে রাজনৈতিক জীবনের বেড়ে ওঠা তুলে ধরা হবে। ছবিতে অভিনেতা অনন্ত ভি জোশি(V Joshi) যোগীর চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও এই ছবিতে পরেশ রাওয়াল,পবন মালহোত্রা ও গরিমাকে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন রবীন্দ্র গৌতম(Ravindra Goutam)।
অজয় দেবগন এবং ম্রুনাল ঠাকুর অভিনীত ‘সন অব সর্দার ২’ একটি কমেডি-ড্রামা চলচ্চিত্র যেখানে জস্সি (অজয়) তার স্ত্রীকে বোঝাতে স্কটল্যান্ডে যায়, কিন্তু সেখানে মাফিয়া এবং ড্রামায় জড়িয়ে পড়ে। হাসি, অ্যাকশন ও মজায় ভরপুর ছবিটি মুক্তি পাবে ১ আগস্ট।
সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘কুলি’। এটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি একটি আধুনিক অ্যাকশন-ড্রামা, যেখানে আলোচনায় রয়েছে শ্রুতি হাসানের(Shruti Hassan) সাহসী চরিত্র। ছবিতে মধ্যবিত্তের সংগ্রাম ও আবেগ ফুটে উঠেছে। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে রজনীকান্তকে।
এছাড়া ‘ওয়ার ২’ যশরাজ স্পাই ইউনিভার্সের(Yashraj সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন থ্রিলার যেখানে হৃতিক রোশন (কবীর) এবং জুনিয়র এনটিআর (এজেন্ট বিক্রম) মুখোমুখি হবেন। ছবিতে থাকবে হাইভোল্টেজ স্পাই ড্রামা, ইন্টারন্যাশনাল লোকেশন এবং স্ট্রং ক্লাইম্যাক্স। আগামী ১৪ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আগামী ২৯ আগস্ট মুক্তি পাবে ফ্যামিলি ড্রামা ও লাইট-মেটেড কমেডি ‘পরম সুন্দরী’। ছবিতে একটি মেয়ের আত্মনির্ভরশীলতার গল্প দেখানো হয়েছে, যে তার স্বপ্নকে সত্যি করার জন্য সমাজের বিধিনিষেধের বিরুদ্ধে লড়াই করে।
সিদ্ধান্ত চতুর্বেদী(Siddhant Chaturvedi) ও তৃপ্তি দিমরি(Tripti Dimri) অভিনীত ‘ধড়ক ২'(Dharak 2) একটি রোমান্টিক ড্রামা। ছবিটি ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘ধড়ক ২’ ২০১৮ সালের ছবি ‘ধড়ক’-এর সিক্যুয়েল, যেখানে শ্রেণি, ধর্ম ও জাতপাতের কথা বলা হয়েছে, যা প্রেমের মধ্যে দূরত্ব তৈরি করে।
‘হীর এক্সপ্রেস'(Heer Express) একটি ফ্যামিলি ড্রামা-কমেডি ছবি। উমেশ শুক্লা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আশুতোষ রানা, গুলশন গ্রোভার, সঞ্জয় মিশ্র। ছবিটি ৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘জোরা'(Zora) একটি মার্ডার মিস্ট্রি-থ্রিলার। এই গল্পটি চারজন মহিলাকে ঘিরে আবর্তিত হয়, খুনি ‘জোরা’র সত্য, যার কাছে রঞ্জিত ধরার জন্য আইনের সীমা অতিক্রম করে এবং প্রতিটি নতুন সত্য গল্পটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আগামী ৮ আগস্ট মুক্তি পাবে ছবিটি।
দেখুন অন্য খবর: