সলমন খানকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।পাশাপাশি অক্ষয় কুমার ও অনুপম খেরকেও বাড়তি নিরাপত্তা দেওয়া হবে বলেই জানা যাচ্ছে।পঞ্জাবী গায়ক সিধু মুসাওয়ালাকে মৃত্যুর পর সলমন খানকেও হত্যার হুমকি দেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।হুমকি চিঠিও পান ভাইজান ও তাঁর বাবা সেলিম খান।এরপরই অভিনেতার নিরাপত্তার ব্যবস্থা করে মহারাষ্ট্র সরকার।এছাড়াও চুলবুল পান্ডেকে আত্মরক্ষার্থে রিভলবার ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়।সদ্যই জানা গিয়েছে সলমনকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।পাশাপাশি এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অন্য দুই বলিউড তারকা অক্ষয় কুমার ও অনুপম খের।
আরও পড়ুন – Happy Birthday Shahrukh Khan : আবেগের আর এক নাম শাহরুখ
নাগরিকত্ব নিয়ে বিতর্কের জেরে বারবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছেন খিলাড়ি কুমার।এবং বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি দ্য কাশ্মীর ফাইলস-এর মুক্তির পর থেকে কাশ্মিরী পণ্ডিতদের পক্ষে মত দেওয়া নিয়েও কিছু কম বিতর্ক হয়নি।বলিতারকাদের নিয়ে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটুক চায় না মহারাষ্ট্র সরকার।সেই কারণেই অক্ষয় ও অনুপম খেরকে বার্তি নিরাপত্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন – Pathan Teaser On Srk’s Birthday : শাহরুখের জন্মদিনে ‘পাঠান’-এর টিজার