‘জাতীয় ক্রাশ’ অভিনেত্রী রাশমিকা মান্দানা প্রখ্যাত দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা আল্লু অর্জুন এর সঙ্গে ‘পুষ্পা:দ্যা রাইজ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন। এক সাক্ষাৎকারে আল্লু রাশমিকা যথেষ্ট প্রশংসা করেছেন। ‘গীতগোবিন্দম’ ছবি খ্যাত অভিনেত্রী রাশমিকাকে তিনি আদর্শ ‘জাতীয় ক্রাশ’ মনে করেন। অর্জুনের ভাষায় রাশমিকা ‘দ্য ন্যাশনাল ক্রাশ’। তাই তিনি তাঁর উপযুক্ত একটি নতুন নামকরণ করেছেন। তিনি নিজেই বলেছেন,”আমি তার নাম দিয়েছি ‘ক্রাশমিকা’। রাশমী কার সঙ্গে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা বলতে গিয়ে ‘স্টাইলিস্ট আইকন’ আল্লু বলেন, রাশমিকা সঙ্গে কাজ করে আমার বেশ ভাল লেগেছে। ও খুবই মিষ্টি মেয়ে। দারুন সুন্দরী এবং বুদ্ধিমতী। খুবই প্রতিভাবান একজন অভিনেত্রী।
‘পুষ্পা: দ্য রাইজ’ বড় পর্দায় আসছে শুক্রবার (১৭ ডিসেম্বর)। ছবিটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পাচ্ছে। ছবিটির জন্য প্রত্যাশা আকাশচুম্বী হয়েছে। মুম্বইতে ছবিটির প্রচারের সময়, যখন রশ্মিকা মান্দানাকে ‘পুষ্প: দ্য রাইজ’-এর অংশ হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, ডিভা শেয়ার করেছিলেন, “আমি ‘পুষ্প-এর মুক্তির জন্য খুব উত্তেজিত। এমন একটি চলচ্চিত্র করতে পেরে আমি ধন্য।”