মুম্বই : শেষ পর্যন্ত শাহরুখ খানের(Shahrukh Khan) জওয়ান(Jawan) ছবিতে অভিনয় করতে রাজি হলেন সুপারস্টার অল্লু অর্জুন(Allu Arjun)।কিং খান-অ্যাটলি কুমার(King Khan-Atlee Kumar) জুটির এই প্যান ইন্ডিয়ান ফিল্মে যে অভিনয় করবেন অল্লু অর্জুন এমন জল্পনা চলছে গত মাস থেকেই।যদিও পুষ্পা ২(Pushpa 2)-র শ্যুটিংয়ের ব্যস্ততার কারণে শাহরুখের ছবিতে অভিনয় করতে রাজি হননি তেলুগু তারকা। পরিবর্তে সেই চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত(Sanjay Dutt)।সদ্যই অল্লু ভক্তদের জন্য মিলেছে দারুণ সুখবর।জানা গিয়েছে,শাহরুখের ছবিতে ক্যামিও রোলে(Cameo Role) নজর কাড়তে চলেছেন পর্দার পুষ্পা।ইতিমধ্যেই অবশ্য মিটে গিয়েছে ছবির শ্যুটিং।তবে অল্লু অর্জুনের জন্য কিং খানের ছবিতে অন্য একটি চরিত্রের নির্মাণ করেছেন পরিচালক অ্যাটলি কুমার।তাঁরই অনুরোধে জওয়ান-এ অভিনয় করতে রাজি হয়ে গিয়েছেন অল্লু।
খুব শীঘ্রই শেষ হবে পুষ্পা দ্য রুল(Pushpa The Rule)-এর ভাইজাগ সিডিউল।তারপরই নাকি মুম্বইতে জওয়ান-এর শ্যুটিং করবেন অল্লু অর্জুন।তার সঙ্গে শ্যুটিং সারবেন বলিউড বাদশাও।তিন থেকে চার দিন চলবে জওয়ান-এর শর্ট সিডিউল।তারপরই র্যাপ আপ করবেন পরিচালক অ্যাটলি কুমার।