মুম্বই: অনেক রাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলেন বলিউড নায়িকা অনন্যা পান্ডে। তার পরনে ছিল নীল রঙের হাই-নেক বডিকর্ পোশাক। তাঁকে দেখেই পাপারাৎজিরা ঘিরে ধরেন। বেশ কিছুটা সময় ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে তারপর গাড়িতে উঠে চলে যান অনন্যা।
তারপরই রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসেন তাঁর প্রেমিক অভিনেতা আদিত্য রায় কাপুর। অনন্যার মত তিনিও পাপারাজদের পোষ্ট দিয়ে তারপর গাড়িতে উঠে চলে যান। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া এই ছবি থেকেই জোরালো হয়েছে এই জুটির প্রেমের গুঞ্জন।
একটি স্বল্প ভারতীয় ইংরাজি দৈনিকের খবর অনুযায়ী মাঝরাতে বান্দ্রার একটি চাইনিজ রেস্তোরা থেকে বেরিয়ে আসার সময় পাপারাৎজদের মুখোমুখি হয়েছিলেন অনন্যা এবং আদিত্য। এর আগে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখতেও একসঙ্গে উড়ে গিয়েছিলেন আদিত্য-অনন্যা। বেশ কয়েকবার তাঁরা হাউজ পার্টিতেও হাজির হয়েছিলেন। এছাড়া একাধিক অনুষ্ঠান ও তাদেরকে দেখা গিয়েছে একসঙ্গে। তবে দুজনের কেউই পরস্পরকে নিয়ে একটি শব্দ ব্যয় করেননি।
করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অনন্যা বিজয় দেবড়কোন্ডার সঙ্গে প্রেমের প্রসঙ্গ উড়িয়ে দিলেও আদিত্য রায় কাপুর সম্পর্কে মন্তব্য করেছিলেন যে ‘আদিত্য তাঁর ক্রাশ’।
কিছুদিন আগেই রণবীর কাপুর একটি মন্তব্য করেছিলেন প্রকাশ্যে যেখানে তিনি বলেছিলেন আমি জানি আদিত্য একজনকে পছন্দ করে যার নাম ‘এ’ বর্ণ দিয়ে শুরু। যা দিয়ে উপস্থিত সকলেই বুঝতে পেরেছিলেন রণবীর মূলত আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জনে শিলমোহর দিলেন।