ওয়েব ডেস্ক: রজনীকান্ত(Rajnikanth) অভিনীত বহু চর্চিত তামিল ছবি কুলি(Coolie) কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বড় বাজেটের এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে(Cameo character) অভিনয় করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান(Mr. Perfectionist)।
ছবিটি বক্সঅফিসে দাপিয়ে বেড়াচ্ছে। তবে ছবিটিতে আমির খানের চরিত্রটিকে অনেকেই ‘ভারতীয় সিনেমার সবচেয়ে খারাপ ক্যামিও’ হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকে আবার তার লুক নিয়ে মজা করেছেন এবং বলেছেন ‘ভাঁড়'(Buffon)! অনেকের ধারণা এই চরিত্রটি নাকি প্রথমে শাহরুখ খানের(Shrukh Khan) কাছে প্রস্তাব গিয়েছিল।
আরও পড়ুন:কার নামে ট্যাটু করালেন কার্তিক! শ্রীলীলার সঙ্গে প্রেম কী শুধু গুঞ্জন!
নেটিজেনরা সিনেমাটিতে আমির খানের চরিত্রটি নিয়ে যথেষ্ট হতাশার প্রকাশ করেছেন। অনেকে অবশ্য আবার বলেছেন যে এই দায় আমিরের নয় ছবির পরিচালক লোকেশ কঙ্গরাজের। পরিচালকের দিকে আঙুল তুলে একজন লিখেছেন পরিচালক লোকেশ ঠিকমতন বলিউড অভিনেতাদের ব্যবহার করতে জানেন না।
প্রসঙ্গত,আমির অভিনীত চরিত্রটির নাম ‘দাহা’। সে একজন আন্তর্জাতিক অপরাধচক্রের লিডার। ছবিটিতে রজনীকান্তের চরিত্র ‘দেবা’ ছবির শেষাংশে আমিরের মুখোমুখি হবেন। ছবিতে এই অংশটি যথেষ্ট গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে। কিন্তু দৃশ্যটি নিয়ে দর্শকরা সন্তুষ্ট হতে পারেননি। তাদের অনেকের কাছে এই অংশটি যথেষ্ট দুর্বল বলে মনে হয়েছে। একজন মন্তব্য করেছেন ছবির শেষের ১৫ মিনিট যথেষ্ট অসহ্য।
শাহরুখ ভক্তরা মন্তব্য করেছেন যে সৌভাগ্যক্রমে তিনি এই চরিত্রটি করেননি।সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন এই চরিত্রটি আমির খানের প্রতিভার অপচয়।
দেখুন অন্য খবর: