অনেকদিন থেকেই তারা একসঙ্গে কোন ছবিতে অভিনয় পরিকল্পনা করছিলেন। কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না, কারণ পছন্দসই চিত্রনাট্যের পাওয়া যাচ্ছিল না। অবশেষে সেই কাঙ্খিত চিত্রনাট্যের নাকি পাওয়া গেছে। তৈরি হতে চলেছে ছবি। এর আগে রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অবশ্য ছিলেন আমির খান। এবার এই দুজনকে নতুন ছবিতে একসঙ্গে পর্দায় দেখা যাবে। অর্থাৎ দুজনেই থাকবেন মুখ্য ভূমিকায়। এই ছবিটি প্রযোজনা করবেন আমির নিজেই। সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী নাম ঠিক না হওয়া এই ছবিটির শুটিং শুরু হতে হতে আগামী বছরের শেষের দিক হয়ে যাবে। আপাতত ছবিটি সম্পর্কে একটু গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
এদিকে আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবিটি। হলিউডের টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ ছবিটির এটি হিন্দি রিমেক। অন্যদিকে ‘শমশেরা’ ছবিতে দেখা যাবে রণবীরকে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ‘ব্রম্ভাস্ত্র’। এই ছবিতে প্রথমবার প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে জুটি বাঁধবেন রণবীর।