এ কিসের ইঙ্গিত বিগ বি আমিতাভ বচ্চন! হঠাৎ তিনি সোশ্যাল মিডিয়ায় এমন ছবি পোস্ট করলেন কেন? যদিও ছবিটি পুরনো তবু একই ফ্রেমে রয়েছেন অমিতাভ-শাহরুখ খান। ‘ডন ৩’ ছবি তৈরি নিয়ে জল্পনা অনেক পুরনো। অমিতাভ বচ্চনের পোস্ট করা এই ছবি সেই গল্পটা আবার উসকে দিয়েছে। অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে লিখলেন ‘একই গতিতে বহমান ডন’। ‘ডন ৩’ নিয়ে বলিউডে গুঞ্জন অনেকদিন থেকেই শোনা যাচ্ছে। ‘ডন ৩’ হওয়ার ব্যাপারে বিগ বি আমিতাভ বচ্চন ইঙ্গিত দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি শাহরুখ খানের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে ‘ডন’ ছবির মূল পোস্টারে কিং খানকে অটোগ্রাফ দিচ্ছেন তিনি। অমিতাভ বচ্চনের শেয়ার করা এই ছবিটি ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্ণ হওয়ার সময়। এক খুশির মুহূর্তে কিং খান বিগ বিকে ডনের পোস্টারে অটোগ্রাফ দেওয়ার অনুরোধ করেছিলেন। সম্প্রতি অমিতাভ বচ্চনের এই পোস্ট দেখার পর ‘ডন ৩’ নিয়ে জল্পনা আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর যদি ‘ডন ৩’ সত্যি হয়, তবে পর্দায় একসঙ্গে দেখা যাবে বিগবি ও কিং খানকে! প্রসঙ্গত, বলিউডে অমিতাভ বচ্চনের ‘ডন’কে রিক্রিয়েট করেছিলেন শাহরুখ খান। ফারহান আক্তারের হাত ধরেই শাহরুখ এই লড়াইয়ে নেমেছিলেন। অমিতাভ বচ্চনের পোস্ট করা এই ছবি দেখে তাদের ভক্তদের চাহিদা আরো বেড়েছে। তাদের দাবি ‘ডন ৩’ এ তারা একসঙ্গে দেখতে চান বলিউডের এই দুই হার্টথ্রব নায়ককে। বলিউডের বেশ কিছু ছবিতে এই দুই সুপারস্টারকে একসঙ্গে দেখা গেছে। কিন্তু ‘ডন’ ভক্তদের কাছে অন্য ধরনের নস্টালজিয়া। তাই ‘ডন ৩’ ছবিতে তারা দুজন ডনকে একসাথে দেখতে চান।
Html code here! Replace this with any non empty text and that's it.