বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের মাথার চুলে গোলাপি রঙে রাঙিয়ে ভোল বদলেছেন। বিমানের মধ্যে আয়েশ করে খুব ক্যাজুয়াল মুড়ে বসে রয়েছেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ছবি নিজেই পোস্ট করেছেন তিনি। জানা গেছে পরিচালক সুজিত সরকারের নতুন ছবির জন্যই নাকি অমিতাভের এই লুক। অমিতাভের সঙ্গে পরিচালক সুজিতের একের পর এক হিট ছবি দর্শকদের মন কেড়েছে। বিশেষ করে ‘পিকু’, ‘গুলাবো সিতাবো’, ‘পিঙ্ক’ এর মতন মন মাতানো ছবি দর্শকদের উপহার দিয়েছে এই জুটি। তাদের ঝুলিতে রয়েছে ‘শু বাইট’ নামে একটি ছবি যা এখনও মুক্তি পায়নি। নাম ঠিক না হওয়া নতুন আর একটি ছবিতে অমিতাভের এই লুক সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। জানা গেছে এই ছবিতে আমি কামের চরিত্রটি খুবই ছোট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই চরিত্রটি নাকি গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এই নিয়ে পাঁচবার সুজিতের সঙ্গে জুটি বাঁধলেন বচ্চন। সুজিতের এই নতুন ছবি শুটিংয়ে র জন্য লখনৌ পাড়ি দিয়েছেন অমিতাভ বচ্চন। এই শহরেই সুজিতের গুলাবো সিতাবো ছবির শুটিংয়ে হাজির ছিলেন বিগ বি।
ফের একবার নতুন প্রজেক্টের শুটিং এ লখনৌ শহরে। ফ্লাইটে বসেই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে শুটিং শুরু নিয়ে নিজের উত্তেজনা প্রকাশ করেছেন অমিতাভ। ছবির নাম কিংবা শুটিং লোকেশন শেয়ার করেন নি তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন,’আরো একটা দিন, আরও একটা সফর, আরও একটা নতুন প্রজেক্ট। বিমানবন্দর থেকে সরাসরি সেটে চলে গিয়েছিলাম এখন ফিরছি।’ জানা গেছে ছবির অন্যান্য কলাকুশলী থেকে শুরু করে অমিতাভের মেকআপ এবং সবকিছুতেই থাকবে নতুন চমক। এই শুটিংয়ের ফাঁকে নাকি তিনি লখনৌ শহরে পরিচালক সুরাজ বারজাতিয়ার ‘উঁচাই’ ছবির শুটিংও সারবেন।