সুরেলা গানের পাশাপাশি এবার মিউজিক ভিডিও তে অভিনয় করতেও দেখা যাচ্ছে গায়িকা অন্বেষা দত্তগুপ্তকে। সিনেমার গানের সঙ্গে সিঙ্গেল গান এখন বেশ পছন্দ করছে নেটিজেরা। সম্প্রতি অন্বেষার এমনই একটি সিঙ্গেল গান প্রকাশিত হল সোশ্যাল মিডিয়ায়। নাম ‘বিসমিল’। এই গানটির সুর করেছেন অভিষেক রায়।গানের গেয়েছেন অন্বেষা ও অভিষেক দুজনেই। এই গানের কথা লিখেছেন অভিষেক রায় ও সাইদ গুলজার। এই ‘বিসমিল’ সিঙ্গেলের ভিডিও তে অভিষেকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অন্বেষাকে।
এর আগেও অন্বেষার একটি সিঙ্গেল গানের ভিডিও প্রকাশ পেয়েছে। নাম ‘রেশমি ধাগা’। লকডাউন একটু শিথিল হতেই হিমালয়ের কুমায়ুন এলাকায় রাম গঙ্গা নদীর ধারে শ্যুটিং কেরেছেন। অন্বেষা জানান’ “এ এক অন্য ধরনের অভিজ্ঞতা ছিল ।ঐ সুন্দর অথচ দুর্গম এলাকায় শ্যুটিংয়ের অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে।” তাঁর মতে লকডাউনে যখন কাজ একদম হচ্ছিল না। তখন অভিষেক রায়ের সঙ্গে আলোচনা করে এই সিঙ্গেল করার কথা মাথায় আসে তাঁর। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন যখন নিজেই নিজের গান করে ইউটিউবে তুলে দিতে পারে। এর ফলে নতুন অনেক ট্যালেন্ট উঠে আসছে। আমাদের মতো প্লেব্যাক গায়কদেরও সুবিধা রয়েছে। আমরা নিজেদের মনের মতো গান নিয়ে কাজ করতে পারি”।
একটি সর্বভারতীয় সঙ্গীত প্রতিযোগিতার মধ্যে দিয়ে অন্বেষা মুম্বইয়ে আজ প্রতিষ্ঠিত। প্রায় সব ভারতীয় ভাষাতে গান গেয়েছেন তিনি। তাঁর মতে এখন অনেক শিল্পীরা উঠে আসছে এই প্রতিযোগিতার মাধ্যমে, তবে নিজের পরিচিতি করতে হলে মন দিয়ে সাধনা করার পরামর্শ দেন নবীন শিল্পীদের।
সাম্প্রতি ‘বাঁশুরি’ , ‘এস ও এস কলকাতা’, ম্যাজিক, ‘সাঁঝবাতি’ ছবিতে গান গেয়েছেন। এছাড়াও বেশ কিছু ছবি এখনও মুক্তির অপেক্ষায়। ‘জতুগৃহ’ , ‘শ্লীলতাহানির পরে’ ও বেশকিছু হিন্দি ও তামিল ছবি।
এই লকডাউনে যখন সবাই ঘর বন্দি তখন অন্বেষা জানান, তিনি অনেকটা সময় পেয়েছেন গান নিয়ে নানা ধরণের পরীক্ষা নিরীক্ষা করার।নিজের মতোকরে গান নিয়ে বাঁচা তাঁর জীবন দর্শন।কলকাতা টিভির দর্শকদের জন্য অন্বেষা তাঁর গানের কিছু অংশ গেয়েছেন। দেখে নিন সেই ভিডিও-
https://youtube.com/watch?v=rCSgsZoG9D4