ওটিটিতে একটি মেগাবাজেট ছবিতে যে কাজ করতে চলেছেন অনুষ্কা শর্মা,এই খবর মিলেছে কিছুদিন আগেই।শোনা যাচ্ছে এবার ওটিটিতেও প্রযোজনা নিয়ে বড় পরিকল্পনা করতে চলেছেন বিরাটপত্নী।বড়পর্দায় ‘এনএইচ টেন’,’ফিলৌরি’ কিংবা ‘পরি’-র মতো ছবি তৈরির পাশাপাশি ওটিটি ফিল্ম ‘বুলবুল’ কিংবা ‘পাতাললোক’-এর মতো ওয়েব সিরিজের প্রযোজনা করেছেন তিনি।তবে এবার পুরদস্তুর ওটিটিতেই মনোনিবেশ করতে চান বলিউডের প্রযোজক-অভিনেত্রী। খবর রয়েছে দুটি আন্তর্জাতিক ওটিটির সঙ্গে হাত মিলিয়েছে অনুষ্কার প্রযোজনা সংস্থা।আগামী দেড় বছরের জন্য ৪০৫ কোটি টাকার বিনিময়ে ওটিটি প্ল্যাটফর্ম গুলির সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়েছে।সূত্রের খবর,ওটিটির জন্য আটটি নতুন কাজ শুরু করতে চলেছেন তিনি।তার মধ্যে যেমন রয়েছে ওয়েব সিরিজ,তেমন রয়েছে ওরিজিনাল ফিল্মও।তার মধ্যে একটি বড় ছবি আসছে চলতি বছরেই।ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস নিয়ে রীতিমতো উত্তেজিত অনুষ্কা নিজেও। অভিনেত্রীর প্রযোজনায় একের পর এক নতুন প্রজেক্ট প্রকাশ্যে আসবে ক্রমশই।
Html code here! Replace this with any non empty text and that's it.