কোভিড এর কারণে সমাজের সব স্তরে মানুষের মন খারাপ। সকলেই তার কাছের কাউকে হারিয়েছেন। এখন অবস্থা কিছুটা ভালো। যদিও কোভিডের তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে। এর মধ্যেই শুরু হয়েছে ছবি ও ওয়েব সিরিজের শ্যুটিং।
এই ছবিতে অপরাজিতা আঢ্য অভিনীত চরিত্রের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ” ‘মন খারাপ ‘ ছবিতে আমি যে চরিত্রটি করছি তার একটা হ্যাপি ফ্যামিলি ছিল ,কিন্তু বিশেষ কোন কারনে পরিবারে এমন ঘটনা ঘটে যায়, তার পর থেকে বাড়ির কেউ আর তার সঙ্গে কথা বলে না। মনের কথা শোনার কোন লোক নেই। সে মানষিক অবসাদগ্রস্থ হয়ে পড়েছেন, এবং সেই কারণে মানষিক ডাক্তারের কাছে যাচ্ছেন। ” এই ছবিতে অপরাজিতা ছাড়াও অঙ্কুশ, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, ঋদ্ধি সেন, কৌশিক সেন অভিনয় করছেন। কলকাতা ছাড়াও পুরুলিয়ার বিভিন্ন যায়গায় শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে পরিচালক পাভেল।এমনিতেই করোনার কারণে সমাজের সকলের মন খারাপ, তার মাঝেই কীভাবে নিজেদের মন ভালো রাখবে সকলে। সেই বিষয় নিয়েই ছবি ‘মন খারাপ ‘।
এর আগে ‘রসগোল্লা’ ছবিতে পাভেলের সঙ্গে কাজ করেছেন অপরাজিতা আঢ্য। এমনিতে খুবই শক্তিশালী অভিনেত্রী অপরাজিতা। এই ছবিতে একজন সাইকো রুগির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। দর্শকের খুব প্রিয় অভিনেত্রী তিনি। তাই এই ধরণের চ্যালেঞ্জিং চরিত্রে তাঁকে দেখার অপেক্ষায় সিনেমা প্রেমীরা।
প্রসঙ্গত মৈনাকের নতুন ছবির ন ‘একান্নবর্তী। ৫১ নয়, এক অন্ন’। এর শ্যুটিংয়ের কাজ প্রায় শেষের পথে।ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, অলকনন্দা রায় ও সৌরসেনী মৈত্রকে। মৈনাকের আগের ছবি ‘চিনি’-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। ফের একবার মৈনাকের হাত ধরেই সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা।সব মিলিয়ে ২০২১ ও ২০২২ এ বেশকিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে।