কলকাতা: নিজের প্রথম হিন্দি ছবির শুটিং শুরু করার আগে বেশ কিছুদিন ধরে বোলপুরের আশপাশে শুটিং স্পট খুঁজে বেড়াতে দেখা গিয়েছিল জনপ্রিয় গায়ক অরিজিত সিং(Singer Arijit Singh)কে। ছবির সম্ভাব্য নাম ‘ভয়'(Bhoy)। এবার দেখা গেছে শুটিং শুরু হবার আগে সেট(Set) তৈরীর কাজে তদারকি করছেন প্রযোজক-গায়ক স্বয়ং। শুধু তদারকি নয় প্রয়োজনে হাতুড়ি নিয়ে মাঠে নেমে পড়ছেন তিনি। এমনটাই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, বছর কয়েক আগে একটি বাংলা ছবি প্রযোজনার কাজে হাত দিয়েছিলেন অরিজিৎ।
গায়ক নয় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন অরিজিৎ সিং। একটি হিন্দি ছবির(Hindi Movie) শুটিং শুরু করার আগে বেশ কিছুদিন ধরে বোলপুরের আশপাশে শুটিং স্পট খুঁজে বেড়াতে দেখা গিয়েছিল জনপ্রিয় গায়ক অরিজিত সিংকে। ছবির সম্ভাব্য নাম ‘ভয়’। শুটিং শুরু হবার আগে সেট তৈরীর কাজে তদারকি করছেন প্রযোজক-গায়ক স্বয়ং। শুধু তদারকি নয় প্রয়োজনে হাতুড়ি নিয়ে মাঠে নেমে পড়ছেন তিনি। এমনটাই জানা যাচ্ছে।
আরও পড়ুন:পর্দায় সুদীপ্তা এবার লেখিকার ভূমিকায়! শীঘ্রই ছবি মুক্তি
প্রসঙ্গত, বছর কয়েক আগে একটি বাংলা ছবি প্রযোজনার কাজে হাত দিয়েছিলেন অরিজিৎ।
অরিজিত পরিচালিত ‘ভয়’ ছবিটি একটি জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্ম বলে জানা গেছে। অ্যাডভেঞ্চারের পাশাপাশি এই ছবিতে নাকি থাকবে অ্যাকশনও। ছবিটি প্রযোজনা করছেন মহাবীর জাইনের প্রযোজনা সংস্থা।
বহুদিন ধরেই অরিজিতের ইচ্ছে ছিল একটি ছবি পরিচালনা করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ছবিটিকে আর পাঁচটি কমার্শিয়াল ছবির মতন হবে না তা অরিজিতের কথাতেই ইঙ্গিত পাওয়া যায়। জঙ্গলের অ্যাডভেঞ্চার কে কেন্দ্র করে তৈরি হবে এই ছবি। ছবিটির স্ক্রিন পেয়ে লিখেছেন অরিজিৎ সিং এবং তার স্ত্রী কোয়েল সিংহ।
জানা যাচ্ছে ধরার সায়ারা গ্রামে সাঁওতালি মাটির বাড়ির আদলে একটি সেট তৈরি হচ্ছে। এছাড়াও সেট হিসেবে টেরাকোটার মন্দির অরিজিৎ নিজে তদারকি করে তৈরি করাচ্ছেন। সেখানেই অন্যান্য সেট শিল্পীদের সঙ্গে একসাথে কাজ করতে দেখা গেছে বলিউড গায়ককে।
দেখুন অন্য খবর: