অভিনেতা অর্জুন কাপুর এবং রণভীর সিংয়ের মধ্যে যে দারুণ বন্ধুত্ব।এমনটা কিন্তু সকলেই জানেন।শুধু তাই নয়,দুজনে কিন্তু লতায় পাতায় দুর্সম্পর্কের আত্মীয়ও।গুন্ডে ছবিতে অর্জুন-রণভীরের সেই দুরন্ত বন্ধুত্বের কেমিস্ট্রি পর্দায় দেখেছে দর্শক।কোনও অনুষ্ঠানে দেখা হয়ে গেলেও অনেকটা সময় কাটান দুই বন্ধু।এমন প্রিয় বন্ধুর পাশে দাঁড়ানোটায় যে স্বাভাবিক তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।রণভীর সিংয়ের ন্যুড ফটোশ্যুট কাণ্ডে তোলপাড় সোশ্যাল মিডিয়া।যার প্রভাব পড়েছে বলিপাড়াতেও।এমনকি অভিনেতার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে।যদিও বন্ধুর এমন কাজের মধ্যে কোনও ভুল খুঁজে পাচ্ছেন না অর্জুন কাপুর।সদ্যই একটি ইন্টারভিউতে এই প্রসঙ্গে নিজের খোলামেলা মতামত জানালেন ইশকজাদে-র অভিনেতা।অর্জুনের মতে, রণবীর যা করেছে তার জন্য খোলা মনে প্রশংসা করা উচিত।সকলের উচিত এর জন্য খুশি ও গর্বিত হওয়া।নিজের সুন্দর শরীরের জন্য গর্বিত রণবীর।তাই নিজের শরীর প্রদর্শনের মধ্যে কোনরকম ছুঁত মার্গ নেই তাঁর।বন্ধুর এই কীর্তির মধ্যে কোনরকম পাগলামি নেই বলেই জানিয়েছেন অর্জুন কাপুর।
View this post on Instagram