কেরিয়ারের সপ্তম স্বর্গে রয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান।তার আগের ছবি ভুল ভুলাইয়া ২ ব্লকবাস্টার হিটের তকমা পেয়েছে।মুক্তির অপেক্ষায় রয়েছে শেহজাদা-র মতো নতুন ছবি।পাশাপাশি একাধিক ছবি রয়েছে শ্যুটিং শুরুর অপেক্ষায়।সদ্যই জানা গিয়েছে পরিচালক কবীর খানের সঙ্গে জুটি বেঁধেছেন কার্তিক আরিয়ান।ছবিটি প্রযোজনা করবেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।তারপর থেকেই রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বলিপাড়ায়।সদ্যই কবীর-কার্তিক জুটির প্রথম ছবি নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট।শোনা যাচ্ছে,ছবির নায়িকা হিসেবে দুজনকে পছন্দ করেছেন প্রযোজক সাজিদ।কার্তিকের বিপরীতে তাঁর প্রথম পছন্দ ক্যাটরিনা কাইফ।অথবা ছবির নায়িকা হতে পারেন দীপিকা পাডুকোন।দুই অভিনেত্রীর সঙ্গেই পরিচালক কবীর খানের দারুণ বন্ধুত্ব।যাকে ইচ্ছে তিনি ছবির নায়িকা করতে পারেন।এবার শেষ পর্যন্ত কার্তিকের সঙ্গে কোন বলিসুন্দরীর দেখা মেলে এখন সেটাই দেখার।
Html code here! Replace this with any non empty text and that's it.