ওয়েবে আসছে বুন্দেলখন্ডের রাজার কাহিনি। ২৯ জুলাই থেকে শুরু হবে ‘ছত্রাসাল’-এর স্ট্রিমিং। সিরিজে ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করছেন আশুতোষ রানা। ভারতীয় সিনেমায় আশুতোষ ভিলেন হিসেবে সব সময়েই নজর কেড়েছেন। ‘ছত্রাসাল’ ও তার ব্যক্তিক্রম হবে না। এই সিরিজেও ভিলেনের চরিত্রেই দেখা যাবে আশুতোষকে।
‘সংঘর্ষ’-এর ট্রান্সজেন্ডার নারী বা ‘দুশমন’-এর সিরিয়াল কিলার- ভিলেনের চরিত্রে হাড়হিম করা অভিনয়ে আগেই মুগ্ধ করেছেন আশুতোষ। আশুতোষ মনে করেন একটা সুন্দর গল্পে অনেকখানি দায়িত্ব থাকে হিরোর তবে সেই গল্পই অন্যমাত্রা পায় যখন ছবিতে একজন লার্জার দ্যান লাইফ ভিলেন থাকেন। হিরো- ভিলেনের মারকাটারি অভিনয় গল্পের গতি বাড়িয়ে দেয় অনেকটাই।
চিরকালই বায়োপিকে কাজ করতে পছন্দ করেন আশুতোষ। পাশাপাশি ইতিহাসও তাঁকে টানে। আর তাই ‘ছ্ত্রাসাল’-এ কাজের আবেগ তাঁর কাছে একেবারে অন্যরকম। তবে এই ধরণের চরিত্রে কাজ করতে গেলে একটু বেশিই খাটতে হয়। তবে ভালবাসার খাতিরে সেটাও করতে রাজি আশুতোষ। ‘ছত্রাসাল’-এর জন্য ঔরঙ্গজেবের চরিত্রটিতে নিজেকে ফুটিয়ে তোলা আশুতোষের কাছে চিরকালের মনে রাখার স্মৃতি হয়েই রয়ে গেল।
ভারতের ইতিহাসের অন্যতম পরাক্রমশালী রাজা ঔরঙ্গজেবের ভূমিকায় আশুতোষ রানাকে দেখতে পাওয়া দর্শকের কাছেও যে অন্যরকম অভিজ্ঞতা হবে তা অস্বীকারের কিন্তু কোনও উপায় নেই।