ওয়েব ডেস্ক: নিউমোনিয়ায়(Pneumonia) প্রয়াত হয়েছেন জনপ্রিয় হাসির কন্টেন্ট ক্রিয়েটর কৃষ্ণা(Atheist Krishna Passes Away)। যিনি ‘এথিস্ট কৃষ্ণা'(Atheist Krishna) নামে পরিচিত ছিলেন।তাঁর বয়স হয়েছিল মাত্র ২৯ বছর। প্রয়াত এই তরুণ প্রতিভাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Pime Minister Narendra Modi)।
প্রসঙ্গত, কৃষ্ণা সোশ্যাল মিডিয়ায় এক্স প্লাটফর্মে ( আগের টুইটার) তার হাস্যরসাত্মক ফটোশপ এডিট এবং হৃদয়স্পর্শী মিমের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন। একসময় তার তৈরি একটি মিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও যথেষ্ট আকর্ষণ করেছিল। দেশের প্রধানমন্ত্রীকেও হাসতে হয়েছিল তার তৈরি মিম দেখে। এছাড়াও বলিউড অভিনেতা অক্ষয় কুমার তার কাজের প্রশংসা করে একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
আরও পড়ুন: সলমনের ব্যালকনিতে বুলেটপ্রুফ কাচ, কিন্তু কেন?
কৃষ্ণার সৃজনশীলতা ও হাস্যরসের মাধ্যমে বহু মানুষের জীবনে আনন্দ এনে দিয়েছেন। তার মৃত্যু সোশ্যাল মিডিয়া জগতে এক শূন্যতা তৈরি করেছে। কৃষ্ণা মূলত ওড়িশার বাসিন্দা কিন্তু পরবর্তীকালে বিশাখাপত্তনম ও হায়দ্রাবাদে থাকতেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মঞ্চে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নাচের একটি হাস্যরসাত্মক স্পুফ ভিডিও তৈরি করার পর উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন। যা নরেন্দ্র মোদীকেও হাসিয়েছিল। যেটি প্রধানমন্ত্রী নিজেই গর্বের সঙ্গে সোশ্যাল মিডিয়া শেয়ার করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী পোস্ট করেছিলেন, “আপনাদের সবার মতো আমিও নিজেকে নাচতে উপভোগ করেছি।”
দেখুন অন্য খবর: