গুরুপূর্ণিমা উপলক্ষে গুরুকে শ্রদ্ধাঞ্জলী জানালেন বলিপাড়ার নতুন প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা আয়ুষ্মান খুরানা।অভিনয়টা তিনি যেমন ভালো করেন,ঠিক তেমনই আয়ুষ্মানের গানের দিওয়ানা জেন ওয়াই।রিয়েলিটি শোয়ের হোস্ট হিসেবে কেরিয়ার শুরু।তারপর সুজিত সরকার তার ‘ভিকি ডোনর’ ছবিতে কাস্ট করলেন নতুন মুখ আয়ুষ্মানকে।বাকিটা ইতিহাস,আর ফিরে দেখতে হয়নি আয়ুষ্মানকে।ভিকি ডোনর ছবিতে আয়ুষ্মানের মিস্টি গলায় ‘পানি দা’ গানটি বোধহয় কোনওদিনই ভোলার নয়।নানা ইন্টারভিউতে বারবার তিনি বলেছেন,কিশোর কুমারকে স্বচক্ষে দেখেননি কোনদিন। তালিম নেওয়ার সুযোগও পাননি,অথচ অসংখ্য ভক্তের মতো তাঁকেই গুরু মানেন আয়ুষ্মাণ।শুধুমাত্র কিশোর কুমারের গান নয়, অভিনয় দেখেও অনেক কিছু শিখেছেন আয়ুষ্মান।গুরুপূর্ণিমায় গুরুদেব কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে অভিনেতা গাইলেন গুলজারের ‘খুশবু’ ছবির জনপ্রিয় গান ‘ও মাঝি রে’।আয়ুষ্মানের দরদী কন্ঠ,সঙ্গে গীটারের সামান্য সঙ্গত।তাতেই বাজিমাৎ।আয়ুষ্মানের গানের ভিডিও দেখতে ইনস্টাগ্রামে ভীড় জমায় নেটদুনিয়া।কিশোর নস্টালজিয়ায় তাঁদের ভাসিয়ে নিয়ে যায় আয়ুষ্মানের ‘ও মাঝি রে’।রইল ভিডিও,গানটি শুনুন,কেমন লাগল আমাদের জানাতে ভুলবেন না কিন্তু।
Html code here! Replace this with any non empty text and that's it.