দীর্ঘ ১৩ বছর পর ‘ব্যান্ডিট কুইন’ অর্থাৎ ফুলন দেবী চরিত্রাভিনেত্রী সীমা বিশ্বাস কলকাতায় আবার শুটিং করে গেলেন। নিজেকে তিনি মূলত ‘থিয়েটার কন্যা’ বলেন। তিনি ‘খামোশি’, ‘ওয়াটার’ এর মতো ছবিতে অভিনয় করেছেন। দিল্লির নেশনাল স্কুল অফ ড্রামা প্রশিক্ষিত সীমা একসময় লাগাতার কলকাতায় মঞ্চস্থ করেছিলেন রবীন্দ্রনাথের ‘স্ত্রীর পত্র’। অধুনা মুম্বইবাসী সীমা অসমে বড় হয়েছেন। কলকাতায় এসেছিলেন ‘মন পতঙ্গ’ ছবির শুটিং করতে। ছবিটি পরিচালনা করছেন শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল। ছবিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সীমা বিশ্বাস ছাড়াও রয়েছেন জয় সেনগুপ্ত,তন্নিষ্ঠা বিশ্বাস ও অন্যান্যরা। প্রসঙ্গত, ১৩ বছর আগে সীমা কলকাতায় একটি বাংলা ছবির শ্যুর্টিং এ এসেছিলেন। দেব-শ্রাবন্তী অভিনীত সেই ছবির নাম ‘দুজনে’। ভাষা কখনোই সীমার অভিনয়ের ক্ষেত্রে কোনো বাধা তৈরি করেনি। মারাঠি,তামিল,মালায়ালি,হিন্দি, অসমীয়া সমস্ত রকম ভাষাতেই তিনি কাজ করেছেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ঐতিহ্যপূর্ণ অরোরা ফিল্মস ‘মন পতঙ্গ’ ছবিটি প্রযোজনা করছে। এই ছবিতে সীমার চরিত্র ছোট হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাস্তার ধারে একজন ডিম-পাউরুটি বিক্রেতার চরিত্রে দেখা যাবে সীমাকে। নিপিরণের ভয় গ্রাম ছেড়ে শহর কলকাতায় পালিয়ে আসা প্রেমিক-প্রেমিকার গল্প ‘মন পতঙ্গ’। তারা ঠাঁই পেয়েছে ফুটপাতে। সেখানেই সীমা ডিম পাউরুটির ছোট্ট দোকান চালায়।
Html code here! Replace this with any non empty text and that's it.