কলকাতা: গত ৫ এপ্রিল ‘বহুরূপী’ (Bahurupi)-র শুটিং ফ্লোরে শট দিতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। তারপর তাঁকে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন শিবপ্রসাদ। তিনি এখন কেমন আছেন, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন পরিচালক। ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছেন শিবপ্রসাদ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি লিখেছেন, বহুরূপীর সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম। আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছা বার্তা। আশাকরি আপনাদের ভালোবাসায় ও মঙ্গল কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব। আপাতত শুটিং কিছুদিনের জন্য বন্ধ। কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩৭)
গত মার্চ থেকেই জোরকদমে চলছে নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ (Bahurupi) ছবির শুটিং। এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই কোমরে গুরুতর চোট পান শিবপ্রসাদ। শুটিং ফ্লোরে দুর্ঘটনার পর শোনা গিয়েছিল, শিবপ্রসাদকে অস্ত্রোপচার করানো হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তার আর প্রয়োজন হয়নি। সূত্রের খবর, চিকিৎসকেরা আপাতত পরিচালককে বাড়িতেই বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। নিয়মিত ফিজিয়োথেরাপি চলবে পরিচালকের। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অসংখ্য অনুরাগীদের সঙ্গে টিম কলকাতা টিভিও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।
আরও পড়ুন: পরনে শাড়ি, পায়ে ঘুঙুর- রোমহর্ষক ‘পুষ্পা দ্য রুল’-এর টিজার
উল্লেখ্য, ২৪-এর পুজোতে বড় চমক দিতে চলেছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। নতুন থ্রিলার ছবি নিয়ে আসছেন তাঁরা। ছবির কাহিনি তৈরি করেছেন সত্যঘটনা অবলম্বনেই। ‘উইন্ডোজ’ সূত্রে খবর, এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত। তৎকালীন সামাজিক বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য তৈরি করেছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি। এই ছবির কাহিনি সম্পর্কে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘বহুরূপী’ শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা একটা তথ্যচিত্রও। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের জবানবন্দী নিয়ে তারপর ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। ছবিতে ফিরছে মুখ্য ভূমিকায় দেখা যাবে, আবির চট্টোপাধ্যায় (Aabir Chatterjee) ও ঋতাভরী চক্রবর্তীকে। আবির-ঋতাভরী জুটির সঙ্গে থাকছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। পরিচালনার পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদকেও।
আরও খবর দেখুন