দক্ষিণী জনপ্রিয় ছবি ‘থালাইভি’ বাংলা ভাষায় ডাব হয় মুক্তি পেতে চলেছে ‘নেত্রী’ নামে। আজ শুক্রবার থেকে একটি বিশেষ ওটিটি প্লাটফর্মে দর্শকরা ছবিটি দেখতে পাবেন।দেখা যাবে বিনামূল্যে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও দক্ষিণী সুপারস্টার অরবিন্দ স্বামী। ‘থালাইভি’ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক। যে চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। কিভাবে একজন তরুণ অভিনেত্রী তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এবং অল্প সময় একজন সেলিব্রিটি হিসেবে নিজেকে পরিচিত করাতে পেরেছিলেন তামিল মেগাস্টার হিসেবে। এর পর রাজনীতিতে প্রবেশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এম জি রামচন্দ্রন এর প্রেমে পড়েন এবং অবশেষে থালাইভি হয়ে ওঠেন। এ সমস্ত কিছুইজয়ললিতার এই বায়োপিকে তুলে ধরা হয়েছে। নিজের চরিত্রের সঙ্গে মানানসই করার জন্য কঙ্গনা এই ছবির শুটিং এর আগে ২০ কেজি ওজন বাড়িয়েছিলেনা।প্রাক্তন অভিনেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমজিআর এর চরিত্রে দেখা গেছে অরবিন্দ স্বামীকে। ছবিটি পরিচালনা করেছিলেন এ এল বিজয়। ছবিটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন প্রখ্যাত চিত্রনাট্যকার বিজেন্দ্র প্রসাদ ও পরিচালক নিজে। প্রসঙ্গত, বিজেন্দ্র ইতিপূর্বে ‘বাহুবলী’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘মণিকর্ণিকা, ‘মার্সেল’ এর মত ব্লকবাস্টার ছবির চিত্রনাট্য লিখেছেন। ব্লকবাস্টার ছবি ‘থালাইভি’ দেশের প্রেক্ষাগৃহে গত বছর ১০সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। এরপর ওটিটি প্ল্যাটফর্মেও যথেষ্ট সাড়া ফেলেছিল ছবিটি।
Html code here! Replace this with any non empty text and that's it.