Tuesday, August 12, 2025
Homeবিনোদনসেই ঘনিষ্ঠ বন্ধুই শ্রুতির প্রেমিক

সেই ঘনিষ্ঠ বন্ধুই শ্রুতির প্রেমিক

Follow Us :

 চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খবরে থাকেন অভিনেত্রী কমল হাসান-কন্যা শ্রুতি হাসান। দক্ষিণের সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী এখন বলিউডেরও যথেষ্ট পরিচিত মুখ। অনেকবারই তার প্রেম নিয়ে গুঞ্জন উঠেছে বিনোদন দুনিয়ায়। মাইকেল কোরসেল নামে এক ব্রিটিশ যুবকের সঙ্গে তিনি নাকি সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু গত বছরের শুরুতে  সে সম্পর্কে চির ধরেছে।প্রসঙ্গত,মাইকেল কোরসেলর সঙ্গে ব্রেকআপ এর পর বেশকিছুদিন জনসমক্ষে আসেননি বলিউডের এই অভিনেত্রী। পরবর্তীকালে প্লাস্টিক সার্জারি করে তিনি আবার ফিরে আসেন। সে কথা নিজের মুখেই স্বীকার করেছেন অভিনেত্রী। জানা যায় তিনি নাকের সার্জারি করিয়েছেন। অবশ্য তা নিয়ে ‘প্রচার করা’ যে তার কাছে না-পসন্দ তাও সোজাসাপ্টা জানিয়ে দিয়েছিলেন।

তারপর বেশ কয়েক মাস ধরে গুঞ্জন উঠেছিল দিল্লির আর্টিস্ট শান্তনু হাজারীকার সঙ্গে শ্রুতি আবার নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সুযোগ প্রেমের সম্পর্ক নয়, তাঁরা নাকি বিয়েও করছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবিও দেখা গিয়েছিল। বিয়ের গুঞ্জন যখন জোরালো হয়ে বাতাসে উড়ে বেড়াচ্ছে তখন অভিনেত্রী নিজেই বিষয়টি নিয়ে মুখ খোলেন। অস্বীকার করেন তাঁদের প্রেমের সম্পর্কের কথা। বলেন শান্তনু তাঁর ‘ঘনিষ্ঠ বন্ধু’। এখন অবশ্য শ্রুতি স্বীকার করছেন সেই ‘ঘনিষ্ঠ বন্ধু’ শান্তনু তার প্রেমিক। অভিনেত্রী মন্দিরা বেদি টিভি শো ‘লাভ লাফ লাইফ’তে হাজির হয়েছিলেন শ্রুতি।

যেখানে তিনি স্বীকার করে নিয়েছেন শান্তনুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা। একইসঙ্গে তাঁদের প্রেমের সম্পর্কের খবর লুকোনোর কারণ ব্যাখ্যা করেছেন তিনি। ‘ব্যক্তিগত বিষয় সাধারণত গোপন করতেই আমি পছন্দ করি। আমি বিষয়টি বোঝাতে চেয়েছিলাম যে আমি অনেকদিন ধরে সিঙ্গেল। তারপর যখন সম্পর্কে জড়াই, খুব স্বাভাবিক কারণেই কিছুটা সময় অতিবাহিত করতে হয় পারস্পরিক একসেপ্টেন্সের জন্য। তারপর একটা সময় মনে হল সম্পর্কের কথাটা লুকিয়ে রাখা মানে আমার সঙ্গীর কাছে সেটা অসম্মানজনক।’ শান্তনু হাজারিকা শ্রুতি সেরা বন্ধ। তিনি একজন খুব মেধাবী শিল্পী। সুতির কথায়,’আমাদের সংবেদনশীলতা, শিল্প,মিউজিক,চলচ্চিত্র নিয়ে ভাবনা অনেক বিষয় মিল আছে।’
প্রসঙ্গত,মন্দিরা বেদি এই টিভি শোতে এসেই শ্রুতি বলেছিলেন, ‘আমি একজন সেলিব্রিটির কন্যা হতে চেয়েছিলাম’। যা শুনে কিংবদন্তি অভিনেতা কমল হাসান বলেছিলেন,’তোমার বাবাও কম সেলিব্রিটি নয়’। শ্রুতি আসলে কি বলতে চেয়েছেন তা পরিষ্কার করে বলার পর কমল তা বুঝতে পেরেছিলেন। শ্রুতি বলতে চেয়েছিলেন, ‘আমি বরেণ্য বিজ্ঞানী আইনস্টাইনের মতো পিতার কন্যা হতে চেয়েছিলাম’।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Donald Trump | রাশিয়া-ইউক্রেনের যু/দ্ধ থামানো নিয়ে এ কি বললেন ট্রাম্প? শুনলে আপনিও বলবেন…
00:00
Video thumbnail
Abhishek Banerjee | স্পিকার vs অভিষেক, পার্লামেন্টে বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক
00:00
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
00:00
Video thumbnail
Rahul Gandhi | Priyanka Gandhi | SIR | পুলিশ ভ্যানে তোলা হল রাহুল-প্রিয়াঙ্কাকে, তারপর কী হল দেখুন
00:00
Video thumbnail
Election Commission | কমিশনের দেওয়া ডেডলাইন পার, কী হবে এবার?
00:00
Video thumbnail
Bibhas Adhikari | বিভাস অধিকারীর 'প্রাইভেট থানা' কাণ্ডে নাম জড়াল বিজেপি নেতা দেবাশিস ধরের
00:00
Video thumbnail
Abhishek Banerjee | 'শুধু বিরোধী শাসিত রাজ্যে SIR কেন?' নির্বাচন কমিশনকে তুলোধনা অভিষেকের
25:39
Video thumbnail
Raidighi | দু/র্ঘটনার কবলে মৎসজীবীদের ট্রলার, ট্রলারটি ডুবে গেলেও হ/তাহ/তের কোনও খবর নেই
01:22
Video thumbnail
Eco ইন্ডিয়া | পুরনো যন্ত্রপাতি হয়ে উঠছে নতুন, পথ দেখাল জার্মানি, কীভাবে?
05:25
Video thumbnail
Abhishek Banerjee | উত্তর দিনাজপুরে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষ, কী কী নির্দেশ অভিষেকের?
01:26:10