বেশ কিছুদিন ধরেই নানান ধরনের হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সলমন খান। এমনকি চিঠি দিয়ে তাঁকে হত্যার হুমকিও দেয়া হয়েছে পর্যন্ত। এব্যাপারে কথা বলতে গতকাল অর্থাৎ শুক্রবার মুম্বই পুলিশ কমিশনার বিভাগ পান সরকারের সঙ্গে দেখা করেছেন ‘ভাইজান: সলমন খান। একদিকে তিনি যেমন বলিউডের চিরকুমার তেমনি আবার বদমেজাজি বলেও তার যথেষ্ট বদনাম রয়েছে। সেই সঙ্গে তাঁর দিলদরিয়া ভাবমূর্তিও সংবাদের শিরোনামে থাকে। সেই তিনি এবার মুম্বই পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চেয়ে আবেদন জানিয়েছেন। সালমান এর বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই তথা বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। তার ফলে এই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স। তারপর থেকেই একাধিকবার সলমনকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স। সম্প্রতি দিল্লী পুলিশের স্পেশাল সেল জানতে পেরেছে যে আবারও লরেন্স বিষ্ণয়ের জ্ঞানের পক্ষ থেকে সলমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি তার বাবা সেলিম খানকেও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। এরপর থেকেই সালমান ও তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাই এবার বাধ্য হয়ে বলিউড অভিনেতা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। প্রসঙ্গত পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার খুনের পর সংশ্লিষ্ট সম্প্রদায়ের নেতা লরেন্স বিষ্ণোর একটি অডিও শোনা গিয়েছিল। সূত্রের খবর কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগের পর সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এরপরই মুসেওয়ালা খুনের পর সামনে আসা ওই অডিও শুনে সালমান যথেষ্ট আতঙ্কিত হয়ে যান।
Html code here! Replace this with any non empty text and that's it.