ভোজপুরি ইন্ডাস্ট্রিতে (Bhojpuri Cinema) অভিনয় করেন ‘ঝুমা বৌদি’ অভিনেত্রী (Actress)মোনালিসা (Monalisa)। অভিনয় জগতে আসার আগে তাঁর নাম ছিল অন্তরা বিশ্বাস (Antara Biswas)। কিন্তু ইন্ডাস্ট্রিতে তাঁকে সকলে মোনালিসা বলেই চেনেন। অন্যদিকে আবার বাংলা ইন্ডাস্ট্রিতে ‘দুপুর ঠাকুরপো’র ‘ঝুমা বৌদি’ হিসেবে খ্যাত ভোজপুরি বিউটি কুইন। অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন এই অভিনেত্রী। প্রায়শই গ্ল্যামারস এবং বোল্ড অবতারে ছবি এবং ভিডিয়ো শেয়ার করে চর্চায় থাকেন মোনালিসা ওরফে ঝুমা বৌদি। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা পোস্ট।
সম্প্রতি আদিত্য নারায়ণের সঙ্গে তাঁর একটি লিপলকের ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে ঝড় উঠেছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সক্রিয় মোনালিসা। প্রায়শই গ্ল্যামারস এবং বোল্ড অবতারে ছবি এবং ভিডিয়ো শেয়ার করে চর্চায় থাকেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা পোস্ট।
বর্তমানে ইন্টারনেটে মোনালিসা ও আদিত্য নারায়ণের লিপলকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, আদিত্য ও মোনালিসা জমিয়ে ডান্স করছেন। রোম্যান্টিক দুজনেই খুব কাছে চলে আসেন এবং এরপর লিপলক মুহূর্তে দেখা যায় মোনালিসা ও আদিত্য নারায়ণকে। ভাইরাল হওয়া এই রোম্যান্টিক ভিডিওটি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। তবে যে ভিডিও এখন ভাইরাল হয়েছে সেটি সাত বছরের পুরনো ভিডিও। ভিডিওটি শেয়ার করা হয়েছে ভোজপুরি নামের এই ইউটিউব চ্যানেল থেকে।
আদিত্য ও মোনালিসার ‘মুড বিগাড় দেলু’ নামের এই ভিডিওটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। তবে সেই সময় এই গানটি এতটা হিট ছিল না য়থটা হিট। বর্তমানে এখন এই ভিডিওটি একেবারে চর্চার কেন্দ্রে বলা চলে। এদিকে আবার অনেকেই আদিত্য নারায়ণকে ভোজপুরি মিউজিক ভিডিওতে দেখে অবাক হয়েছেন।
ভোজপুরী ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন মোনালিসা। ভোজপুরীতে একশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও নজর কেড়েছেন মোনালিসা।