ভূমি পেডনেকর, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নানা ধরনের চরিত্র। অতি সহজেই ভূমি এই চরিত্র গুলোকে বাস্তব সম্মত করে তুলতে পেরেছেন। তাই একের পর এক ছবি বক্স অফিস সাফল্য পেয়েছে। সম্প্রতি তাঁর ছবি ‘বাধাই দো’ মুক্তি পেয়েছে।
এই অভিনেত্রী এবার শেষ করলেন তাঁর আগামী ছবির শ্যুটিংয়ের কাজ। নাম ‘ভক্ষক’। ২৯দিন ধরে বিহারের নানা প্রান্তে শ্যুটিংয়ের কাজ চলেছে। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পুলকিত। এই ছবির গল্প একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। গ্রামে মহিলাদের স্বাধীনতা হরণ করে কিভাবে শোষন করা হয় , এবং সেখানে এক মহিলার এগিয়ে যাওয়ার কাহিনি। এই ছবিতে একজন সাংবাদিকদের চরিত্রে দেখা যাবে ভূমিকে। সত্য ঘটনাকে সবার সামনে আনা সাংবাদিকের কাজ। ভূমি স্যোশাল মিডিয়ায় জানান, “২৯ দিনে নানা অনুভূতি ও আবেগের চড়াই উৎড়াই দিয়ে গেছি আমি, অবশেষে কাজ টা শেষ হল ” ।
‘ভক্ষক’ ছবিটি খুব শীঘ্রই দর্শক দেখতে পাবে প্রেক্ষাগৃহে। অবিনেত্রী ভূমির থেকে ভালো কাজের আশা করে থাকে দর্শক। ভক্ষক সেই আশা পূরণ করবে বলেই মনে করছে নেটিজেনরা। ভূমি পেডনেকর ছাড়াও এই ছবিতে সঞ্জয় মিশ্র, আদিত্য শারীবাস্তব সহ অনেকেই রয়েছেন।