পৃথিবীখ্যাত বরেণ্য সেতার বাদক রবিশঙ্করের জন্মশতবর্ষ স্মরণে প্রায় একমাস ব্যাপি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তার দুই কন্যা আনুশকা শংকর ও নোরা জোন্স। প্রসঙ্গত যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক সেন্টারে এ মাসের শেষ থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। অনুষ্ঠান চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা নিজেই এ খবর জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২০ সালের ৭ এপ্রিল রবিশঙ্করের শততম জন্মদিনে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা দুই বছর পিছতে হয়েছে। সুরকার ও সীতার বাদক নুশকা জানিয়েছেন, আগামী ৫ মার্চ এক বিশেষ কনসার্টে তিনি একজন বিশেষ অতিথি সংগীত পরিবেশন করবেন। তাঁর কথায়, এই অনুষ্ঠানটির জন্য আমি মুখিয়ে রয়েছি। এটি সত্যি একটি অসাধারন কিছু হতে চলেছে। কনসার্ট ছাড়াও সমগ্র অনুষ্ঠানে রবি শংকর এর চিত্র প্রদর্শনী ও নৃত্য পরিবেশনা সহ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আনুশকার সঙ্গে এই অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকছেন তার সৎ বোন গ্রামি অ্যাওয়ার্ড জয়ী যুক্তরাষ্ট্রের শিল্পী নোরা জোনস। এছাড়া অনুষ্কা সংগীতচর্চার পাশাপাশি লন্ডনে রবিশঙ্কর ফাউন্ডেশনের আয়োজনে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে থাকেন।
Html code here! Replace this with any non empty text and that's it.