ওয়েব ডেস্ক: ৭৬ বছর বয়সে মৃত্যু হল অজি অসবোর্নের (Ozzy Osbourne)। রক এবং মেটাল সঙ্গীত জগতের অন্যতম সেরা গায়ক ছিলেন তিনি। হেভি মেটাল (Heavy Metal) নামক সঙ্গীত ধারার জন্ম তাঁর এবং তাঁর বিখ্যাত ব্যান্ড ব্ল্যাক স্যাবাথ-এর (Black Sabbath) হাত ধরে হয়েছিল বলেই মনে করা হয়। মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টার দিকে অসবোর্নের মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসে।
তাঁর পরিবারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমাদের ভালোবাসার অজি অসবোর্ন আজ সকালে প্রয়াত হয়েছেন। তিনি তাঁর পরিবার এবং ভালোবাসায় পরিবৃত ছিলেন। আমরা সবার কাছে এই সময় পারিবারিক গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি। ঠিক কী কারণে অসবোর্নের মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। তবে শেষ কয়েকটা বছরে নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন তিনি।
আরও পড়ুন: বলিউডে ৩ খানের রেকর্ড ভাঙল ‘সাইয়ারা’!
রক সঙ্গীতের (Rock Music) জগতে অত্যন্ত বর্ণময় এবং ভয় ধরানো চরিত্র ছিলেন অসবোর্ন। মঞ্চে বাদুড়ের মাথা আছড়ে মারা, তুমুল নেশা, এমনকী নেশার চোটে নিজের স্ত্রীকে খুনের চেষ্টা, এরকম বহু কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। আবার সেই তিনিই ‘মামা আই অ্যাম কামিং হোম’, ‘ক্রেজি ট্রেন’, ‘শট ইন দ্য ডার্ক’-এর মতো গান উপহার দিয়েছেন। গান এবং তাঁর কাণ্ডকারখানার জন্য অসবোর্ন পেয়েছিলেন ‘প্রিন্স অফ ডার্কনেস’ বা অন্ধকারের রাজপুত্র উপাধি।
২০০৫ সাল থেকে গান গাইছিলেন না অসবোর্ন। হয়ে উঠেছিলেন রিয়ালিটি টিভি শোয়ের তারকা। তিন সপ্তাহ আগে ব্ল্যাক স্যাবাথের পুরনো সদস্যদের নিয়ে ‘অবসর’ কনসার্ট করেছিলেন। সেই শোয়ের নাম ছিল, ‘ব্যাক টু দ্য বিগিনিং’। দর্শকদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়েছিলেন। গান এবং মঞ্চই ছিল অসবোর্নের জায়গা, তা বন্ধ হওয়ার পর বেশিদিন থাকলেন না তিনি। ব্ল্যাক স্যাবাথের বাকি সদস্যেরা বলছেন, অজির মতো আর কেউ আসবে না।
দেখুন অন্য খবর: