এই মুহূর্তে একের পর এক নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা বনি সেনগুপ্ত। আপাতত রাজনীতি থেকে দূরে থেকে কাজে মনোনিবেশ করেছেন নায়ক। বৃহস্পতিবার রাজা চন্দর ছবি আম্রপালীর কাজ শেষ করেই সোজা এয়ার পোর্ট। গন্তব্য বাংলাদেশ। কারণ শনিবার থেকেই কাজ শুরু করবেন বাংলাদেশের একটি প্রযোজনা সংস্থার ছবি ‘দানব মানব’ এ, ছবির গল্প নিয়ে মুখ না খুললেও বনি জানান এই থবির গল্প ও তাঁর চরিত্র বেশ অন্যরকম।
এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বাজলুর রাশিদ চৌধুরী। এই ছবিতে তাঁর বিরতিতে অবশ্য কৌশানী নয়, রয়েছেন বাংলাদেশের নতুন মুখ।
প্রসঙ্গত এখন বাংলাদেশের রয়েছেন কৌশানী ‘পিয়া রে’ ছবির শ্যুটিংয়ের কাজে। বাংলাদেশের থেকে ফিরে বাবা অনুপ সেনগুপ্তর আগামী ছবিতে কাজ করবেন কৌশানীর সঙ্গে জুটি বেঁধে। এমনই খবর শোনা যাচ্ছে টলিউডের অন্দরে।