মুম্বই: দীর্ঘ বিরতির পর, ২০২৩-এ প্রথমে ‘পাঠান’, তারপর ‘জওয়ান’ এবং বছর শেষে ‘ডাঙ্কি’ দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন বলিউড বাদশা। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ১০০০ কোটির ব্যবসা করে বক্স অফিসে। কিন্তু ‘ডাঙ্কি’ (Dunki) সেইভাবে লাভের মুখ দেখাতে পারল না। কমেডি ড্রামা ঘরানার এই ছবি নিয়ে মুক্তির প্রথম দিনে দর্শকদের উন্মাদনা দেখে বক্স অফিসে যে ব্যাপক আয়ের আশা করা হয়েছিল, বর্ষ শেষে সেই আশা পূরণ হলনা।
রিপোর্ট বলছে (Boxoffice) শুক্রবার পর্যন্ত ‘ডাঙ্কি’ ব্যবসা করেছে ৭.২৫ কোটির। অন্য দিকে, সালার-এর শুক্রবারের আয় ছিল ১০ কোটি। শনিবারের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যপী ইতিমধ্যেই ৬০০ কোটির ঘর ছুঁয়ে ফেলেছে প্রভাস (Prabhas)-এর ‘সালার’। আর ভারতের বক্স অফিসে এই ছবির আয়ের পরিমাণ ৩১৮ কোটি।
আসছে KTV mini
হিন্দির পাশাপাশি মোট চারটি ভাষায় মুক্তি পেয়েছে ‘সালার’ (Salaar)। আয়ের একটা বড় অংশ এসেছে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনা থেকে। প্রায় ৭৯ কোটি আয় হয়েছে এই দুই রাজ্য থেকে। কর্ণাটক থেকে এসেছে ১২.২ কোটি ও কেরল থেকে ৫.১ কোটি টাকা।অন্যদিকে, ভারতে ‘ডাঙ্কি’-র মোট আয় ১৬৭.৫২ কোটি। বিশ্বব্যপী আয়ের হিসেবেও শাহরুখ অনেক পিছিয়ে প্রভাসের থেকে। শনিবার বিশ্ববাজারে ৩০০ কোটির ঘরে পা দিয়েছে এই ছবি।
আরও পড়ুন: বড়পর্দায় আসছে হুগলির দাউদ ইব্রাহিম
সবদিক বিচার করে বলাই যায় বছর শেষে আশানুরূপ আয় করতে পারল না শাহরুখ-এর ‘ডাঙ্কি’। তবে অনুরাগীদের মত, শাহরুখ (Shah Rukh Khan) আর রাজকুমার হিরানির (Rajkumar Hirani) কেরিয়ারের এটাই সেরা ছবি।
আরও খবর দেখুন