শেষ পর্যন্ত মিলল বড় সুখবর।দীর্ঘ পাঁচ বছর পর ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১ – শিবা’-র শ্যুটিং ব়্যাপ আপ করলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।২০১৮সালে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে নিয়ে ছবির শ্যুটিং শুরু করেছিলেন তিনি।পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন,নাগার্জুনা,মৌনি রায় সহ আরও অনেককে। বিগবাজেট ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে কোনওরকম তাড়াহুড়ো চাননি প্রযোজক করণ জোহর।ধীরে সুস্থেই এগোচ্ছিল ছবির শ্যুটিং।২০২০ সালে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’ , এমনটাই পরিকল্পনা করেছিলেন কেজো।কিন্তু এরই মধ্যে শুরু হয়ে যায় ভয়ঙ্কর করোনা সংক্রমণ ও লকডাউন।যার জেরে ২০২০ সালে একটানা বন্ধ ছিল ‘ব্রহ্মাস্ত্র’-এর শ্যুটিং। তবে ২০২১এ ফের ছবির শ্যুটিং শুরু করেন অয়ন-রণবীর-আলিয়ারা।গতবছরই মিটে গিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’-এর সিংহভাগ শ্যুটিং। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে রণবীর ও আলিয়ার লুক।কিছুদিন আগেই জানা গিয়েছিল বারাণসীতে ‘ব্রহ্মাস্ত্র’-এর শেষ পর্বের শ্যুটিং সারবেন অয়ন মুখোপাধ্যায়।তিন দিন টানা শ্যুটিং করার পর ফাইনালি ‘ব্রহ্মাস্ত্র’ প্যাক আপ করলেন পরিচালক।শ্যুটিং শেষ হওয়ার খবর সোশ্যাল সাইটে ঘোষণাও করেছেন তিনি।‘
View this post on Instagram
ব্রহ্মাস্ত্র’-এর শেষ দিনের শ্যুটিংয়ের ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া ভাট।আগামী ৯সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবি।হিন্দির পাশাপাশি দক্ষিণী ভাষাতেও ব্রহ্মাস্ত্র দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা।ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির পোস্ট প্রোডাকশন।এখন ভালোই ভালোই বড়পর্দায় ছবি মুক্তি পেলেই হয়।
View this post on Instagram