বৃহস্পতিবারই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।হবুদম্পতিকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানালেন করণ জোহর ও অয়ন মুখোপাধ্যায়।আগামী ৯সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীর-আলিয়া জুটির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’।অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহর।ছবি মুক্তি পেতে এখনও অনেক দেরি কিন্তু রণবীর আলিয়ার বিয়ের আগেই প্রকাশ্যে এল ব্রহ্মাস্ত্র-এর রোম্যান্টিক গান ‘কেশরিয়া’-র টিজার।সোশ্যাল সাইটে সেই টিজার শেয়ার করে হবু বরকণে-কে শুভেচ্ছা জানালেন কেজো।পাত্রপাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রহ্মাস্ত্র-এর পরিচালক তথা রণবীর-আলিয়ার বন্ধু অয়ন মুখোপাধ্যায়ও।
View this post on Instagram
রণবীর-আলিয়াকে নতুন যাত্রার জন্য আগাম অভিনন্দন জানিয়েছেন তিনি।পাশাপাশি পরিচালক এমনটাও জানিয়েছেন,’ব্রহ্মাস্ত্র’-এর নায়ক নায়িকাই তাঁর সবচেয়ে প্রিয় মানুষ।টিনসেল টাউনের সবথেকে চর্চিত কাপলের সঙ্গে করণ এবং অয়নের সুসম্পর্ক বলিপাড়ার চর্চিত বিষয়।একসঙ্গে একাধিক ছবিতে কাজও করেছেন তাঁরা।করণের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে কাজ করেই বলিউডে ডেবিউ করেছিলেন আলিয়া।পরবর্তী কালে তাঁর প্রযোজনায় অন্য ছবিতে কাজও করেছন।
আবার রণবীরও কেরিয়ারের শুরুতেই অয়নের সঙ্গে কাজ করেছেন ‘ওয়েক আপ সিড’ ছবিতে।সেই ছবিরও অন্যতম প্রযোজক ছিলেন করণ জোহর।পরবর্তীকালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে কেজোর পরিচালনায় অভিনয় করেছেন জুনিয়র আর কে।তাই রণবীর-আলিয়া-অয়ন-করণদের বন্ধুত্ব ও সুসম্পর্ক দীর্ঘদিনের।রণবীর আলিয়ার বিয়ের অনুষ্ঠানেও দেখা যাবে করণ ও অয়নকে।