কলকাতা: সম্প্রতি এক অনুষ্ঠানে অম্বরীশ ভট্টাচার্যের(Ambarish Bhattachajee) এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Chief Minister Mamata Bandopadhya) বলতে শোনা গেল ‘তুমিই আমার পছন্দের নায়ক’। আসলে কি হয়েছিল!
আরও পড়ুন:বহুদিন আগেই রামের ভূমিকায় অভিনয়ের কথা ছিল ভাইজানের! শেষমেশ কী হল?
নানান ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রীযে বাংলা সিরিয়ালের(Bengali Serial) খোঁজখবর রাখেন এবং সময় পেলে দেখেন তা তার মুখেই বেশ কয়েকবার শোনা গেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করেন যে আপনার পছন্দের অন্তত দুটো সিরিয়ালের নাম বলুন। আর আপনার প্রিয় অভিনেতা-অভিনেত্রীর নাম!
মঞ্চে থাকা মুখ্যমন্ত্রী বলেন আমি কারোর নাম বললে অন্যরা আমায় ধরবে। তারপরই অম্বরীশ জানতে চান ‘আপনার অন্তত দুটো পছন্দের সিরিয়ালের নাম বলুন।’
তারপরই মমতা জবাব দেন ‘আমার পছন্দের নায়ক তো তুমি ভাই! আম্বরীশ। খুব ভালো’। ‘ছোটু’ আর ‘রোশনা’ই চরিত্র দুটো এখন আমার খুবই ভালো লাগে। মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘বাদবাকি প্রত্যেকটা সিরিয়ালের সবাইকেই আমার বেশ ভালো লাগে’। মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন যে সামাজিক সিরিয়ালগুলো তার দেখতে ভালো লাগে। মারপিট দেখলেই তিনি চ্যানেল ঘুরিয়ে দেন।
অম্বরীশের অন্য এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন আমি রাত ২টো পর্যন্ত তো অনেক কিছু দেখি। এমনকি কে কী আমাকে গালাগালি দিল এসব দেখতেও আমার ভালো লাগে।
প্রসঙ্গত, অম্বরীশ ভট্টাচার্য প্রখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রিয় বন্ধু আপনি ভট্টাচার্যর পুত্র। যাকে নিয়ে কোভিদ বিখ্যাত কবিতা ‘অবনী বাড়ি আছো?’ মাঝেমধ্যেই সন্ধ্যের পর কানে ভেসে আসতো বাড়ির তলা থেকে শক্তির কন্ঠ ‘অবনী বাড়ি আছো?’ আজও আম্বরীশের কানে ভাসে প্রয়াত কবির সেই স্বর।
শুধু টলিউডে নয়, বলিউডেও
বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে কয়েকবার বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে অম্বরীশকে। সূত্রের খবর সেসব নাকি অজানা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের।
যদিও অম্বরীশের মুখ্যমন্ত্রীর সঙ্গে এসব আলাপচারিতা সোশ্যাল মিডিয়ায় কয়েকজন সমালোচনা করেছেন। বলেছেন, ‘এবার অম্বরীশের মহানায়ক সম্মান পাওয়া পাকা’। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অম্বরীশের এই আলাপচারিতাকে ‘ন্যাকামো’ বলে উল্লেখ করেছেন।
দেখুন অন্য খবর: