Tuesday, August 5, 2025
Homeবিনোদনবিপিন রাওয়াত: শোকস্তব্ধ বলিউড

বিপিন রাওয়াত: শোকস্তব্ধ বলিউড

Follow Us :

 বুধবার তামিলনাড়ুর কুন্নুরে ভারতীয় বায়ুসেনার এম আই-১৭ভি৫ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন ভারতের সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। মৃত্যু হয়েছে তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ আরো ১২ জন আধিকারিকের। জেনারেল রাওয়াতের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাশাপাশি শোক জ্ঞাপন করেছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকার সহ বলিউডের সলমন খান,অজয় দেবগন, বিবেক ওবেরয় অনুপম খের, করণ জোহর, কঙ্গনা রনাওয়াত, লারা দত্ত, চিত্রাঙ্গদা সিং সহ আরো অনেকেতাঁর টুইটার হ্যান্ডেলে লতা লিখেছেন, “সিডিএস(চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াত জি, উনকি ধর্মপত্নী ইভম সেনা কে ১১ আন্যে আফসারো কে হেলিকপ্টার দূর্ঘটনা মে নিধান কি খবর অত্যন্ত বেদনাদায়ি হ্যায়। ইসে হমারে দেশ কি বোহোত বাদি হানি হুই হ্যায়। ভারত মাতার এই বীর সন্তানদের অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলি”(হেলিকপ্টার দুর্ঘটনায় সিডিএস জেনারেল বিপিন রাওয়াত জি, তার স্ত্রী এবং ১২ জন সেনা অফিসারের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক।এতে আমাদের দেশের ব্যাপক ক্ষতি হয়েছে।আমি ভারত মাতার এই সাহসী পুত্রদের অশ্রুসিক্ত শ্রদ্ধা নিবেদন করছি।আমি তার পরিবারের দুঃখে অংশ নিচ্ছি।বোর্ডে থাকা ব্যক্তিরা দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় মারা গেছেন।) টুইটারে সিডিএস জেনারেল রাওয়াত এর সঙ্গে নিজের তোলা একটি পুরনো ছবি পোস্ট করেছেন অনুপম খের। সেই থ্রবাক ছবি ক্যাপশনে প্রয়োজনীয় ও তার স্ত্রী এর উদ্দেশ্যে শোক জ্ঞাপন করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।

তিনি আরো লিখেছেন, তাঁর একাধিকবার সৌভাগ্য হয়েছিল জেনারেল রাওয়াত এর সঙ্গে সাক্ষাৎ করার। দেশের জন্য গভীর ভালোবাসা ছিল তাঁর।তাঁর সঙ্গে করমর্দন করার সঙ্গে সঙ্গেই নিজের থেকেই ‘জয় হিন্দ’ শব্দ মুখে উচ্চারিত হতো। অভিনেত্রী ইয়ামি গৌতম লিখেছেন, দুঃসংবাদটি বিশ্বাস করতে মন চাইছে না, আমাদের দেশের জন্য অত্যন্ত খারাপ একটা দিন। তাছাড়া বিবেক ওবেরয় চিত্রাঙ্গদা সিংরাও এই দিনটিকে ‘দুঃখের দিন’ বলে অভিহিত করেছেন। সলমন খান, অজয় দেবগনের লিখেছেন, “যে মর্মান্তিক দুর্ঘটনায় আমরা জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য কর্মীদের হারিয়েছি তা শুনে খুবই দুঃখিত। আমারা শোকাহত পরিবারের সাথে। আমার প্রার্থনা এবং সমবেদনা।”

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39