রবিবার গভীর রাতে ঘোষণা হয়েছে এবছরের দাদাসাহেব ফালকে পুরস্কার। এবার সেই সম্মান পেয়েছেন সেরা অভিনেতা রণবীর সিং। তাঁর ‘৮৩’ ছবিতে কপিল দেবের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেলেন।এছাড়া সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ‘শেরশাহ’। অন্যদিকে ‘মিমি’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন কৃতি শ্যানন। গতবছর ২৬ জুলাই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছিল কৃতির মিমি ছবিটি। এটি একটি মারাঠি ছবির রিমেক।ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। দাদাসাহেব ফালকে পুরস্কারের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই ঘোষণা করা হয়েছে। এছাড়াও পুরস্কার জেতার খবর এনআরসির নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন। মুম্বাইতে অনুষ্ঠিত দাদাসাহেব ফালকে পুরস্কারের মঞ্চে এছাড়াও সম্মানিত হয়েছেন আল্লু অর্জুন থেকে শুরু করে ভিকি কৌশল,সিদ্ধার্থ মালহোত্রা প্রমুখরা। ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিতে আল্লুর অনবদ্য অভিনয় সকলকে তাক লাগিয়েছে। প্রসঙ্গত, দাদাসাহেব ফালকে বিনোদন জগতের এক সর্বোচ্চ সম্মান। ২০২২ সালে এই পুরস্কারে সম্মানিত হলেন একাধিক তারকা। ১৯৬৯ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কার হিসেবে একটি স্বর্ণ কমল পদক এবং নগদ দশ লক্ষ টাকা বিজেতাদের দেওয়া হয়।
Complete list of winners:
1. Outstanding Contribution To Film Industry – Asha Parekh
2. Best International Feature Film – Another Round
3. Best Director – Ken Ghosh for State of Siege: Temple Attack
4. Best Cinematographer – Jayakrishna Gummadi for Haseena Dillruba
5. Best Actor in Supporting Role – Satish Kaushik for Kaagaz
6. Best Actress in Supporting Role – Lara Dutta for Bell Bottom
7. Best Actor in a Negative Role – Aayush Sharma for Antim: The Final Truth
8. People’s Choice Best Actor – Abhimanyu Dassani
9. People’s Choice Best Actress – Radhika Madan
10. Best Film – Shershaah
11. Best Actor – Ranveer Singh for 83
12. Best Actress – Kriti Sanon for Mimi