প্রকাশ্যে এলো ‘ডার্লিংস’র টিজার। একটি আন্তর্জাতিক ওয়েব প্ল্যাটফর্মের এই ছবিটি আলিয়া ভাট অভিনীত প্রথম থ্রিলারধর্মী ছবি। ছবিতে আলিয়া এবং শেফালি শাহ মা-মেয়ের চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিজয় ভার্মা,রোশন ম্যাথু প্রমুখ। টিজারের শুরুতেই আলিয়া-বিজয়ের প্রেম-ঝগড়া চোখে পড়ার মত। মা অর্থাৎ শেফালি শাহর কাছ থেকে আশীর্বাদ নিয়ে দুজনে বিয়ে করেন। কিন্তু সন্দেহ,গোপনীয়তা ও অশুভ উদ্দেশ্য তাঁদের সম্পর্ককে ক্রমশ খারাপ দিকে নিয়ে যায়। টিজারে কিভাবে এক শিকারি যে কখনই তার আসল স্বভাব ত্যাগ করে না তা গল্পের আকারে আলিয়া শুনিয়েছেন। একটি ব্যাঙ এবং একটি বিছের গল্প বলে তিনি তা বোঝানোর চেষ্টা করেন। ‘ডার্লিংস’ ছবিটি মা এবং মেয়ের সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। নিজেদের জীবন যুদ্ধ কিভাবে জারি রয়েছে তা ফুটে উঠবে এই ছবিতে। ছবিটিকে একটি ‘ডার্ক কমেডি’ আখ্যা দেওয়া যেতে পারে। এই ছবিতেই প্রথম শাহরুখের ‘রেড চিলিস’ প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া। এটি আলিয়ার প্রথম প্রযোজনা। তার প্রযোজনা সংস্থার নাম ‘ইটারনাল সানসাইন প্রোডাকশন’। আগামী ৫ অগাস্ট আন্তর্জাতিক ওই ওয়েব প্লাটফর্মে ‘ডালিংস’ ছবিটি মুক্তি পাবে।
Html code here! Replace this with any non empty text and that's it.