ওটিটিতে মুক্তি পাচ্ছে অভিষেক বচ্চন অভিনীত ছবি ‘দশভি’।মুক্তি পেল ছবির ট্রেলার।মজাদার এই ছবিতে মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরীর চরিত্রে রয়েছেন ছোটে বচ্চন।একটি মামলার জন্য জেলে যেতে হয় তাঁকে।আর জেলে গিয়েই শুরু হয় এইট পাশ মুখ্যমন্ত্রীর এক অন্য লড়াই।দশভির পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে সে।এই গল্প নিয়েই ‘দশভি’ তৈরি করেছেন পরিচালক তুষার জালোটা।ছবিতে অভিষেক বচ্চনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নিমরত কৌর।জেলারের চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে।সব মিলিয়ে ছবি যে দারুণ মজাদার হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।আগামী ৭এপ্রিল থেকে একসঙ্গে দুটি ওটিটিতে শুরু হবে ‘দশভি’-র স্ট্রিমিং।
Html code here! Replace this with any non empty text and that's it.