মুম্বই : সম্প্রতি টাইগার ৩ (Tiger 3) ছবির শ্যুটিং শেষ করেছেন দুই সুপারস্টার সলমন খান ও শাহরুখ খান(Salman Khan & Shahrukh Khan)।অবশ্য আগামী বছরই ফের ক্যামেরার সামনে আসতে চলেছেন ওয়াই আর এফ স্পাই ইউনিভার্সের(YRF Spy Universe) দুই জাসুস পাঠান ও টাইগার(Pathaan & Tiger)।পাঠান ছবিতে স্পাই পাঠানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন টাইগার।টাইগার ৩ তে তারই প্রতিদান দিয়েছেন পাঠান বাদশা।জেল ভেঙে টাইগারকে রক্ষা করেছেন তিনি।তবে এবার যুযুধান প্রতিপক্ষ হতে চলেছে আদিত্য চোপড়ার(Aditya Chopra) জাসুস দলের দুই সদস্য।প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস(Yash Raj Films) সূত্রে জানা যাচ্ছে,দিওযালিতে টাইগার ৩ মুক্তি পাওয়ার পরই ওয়ার ২-র শ্যুটিং শুরু করে দেবেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়(Ayan Mukherji)।হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর(Hrithik Roshan & Junior NTR) ছাড়াও ছবিতে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে(Alia Bhatt)।তারপরই ফ্লোরে আসতে পারে পাঠান ভার্সেস টাইগার(Pathaan Vs Tiger)।
সূত্রের খবর,আগামী বছর জানুয়ারি মাসে স্পাই ইউনিভার্সের নতুন ছবির শ্যুটিং শুরু করে দেবেন শাহরুখ ও সলমন।এই ছবিতে আর বন্ধু নয়,একে অপরের শত্রু হিসেবে ধরা দিতে চলেছেন বলিউডের দুই খান তারকা। স্পাই ইউনিভার্সের দুই লেডি জাসুস রুবেয়া ও জোয়ার চরিত্রে ছবিতে অভিনয় করবেন দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফ।পাঠান ভার্সেস টাইগার পরিচালনার দায়িত্বে থাকবেন সিদ্ধার্থ আনন্দ।