Friday, August 29, 2025
HomeScrollবহুজাগতিক সংস্থার চেয়ারম্যানের বিপক্ষে সরব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

বহুজাগতিক সংস্থার চেয়ারম্যানের বিপক্ষে সরব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

ওয়েব ডেক্স: সম্প্রতি দেশের বর্তমান পরিস্থিতি শোধরাতে গিয়ে কর্মীদের মোট নব্বই ঘন্টা কাজের নিদান দিয়ে
ছিলেন নামকরা বহুজাতিক প্রযুক্তি সংস্থা যথা লারসেন অ্যান্ড টুব্রো বা এলঅ্যান্ডটি সংস্থার চেয়ারম্যান এস এম সুব্রহ্মণ্যম। তিনি বলেছিলেন যে, ‘রবিবার দিনেও সংস্থার কর্মীদের কাজ করা উচিত।’ তাঁরা বাড়িতে বসে কত সময় স্ত্রীর মুখ দেখবেন?’ চেয়ারম্যানের এমন অদ্ভূত নিদান প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে নেট পাড়ায়। এমনকি চেয়ারম্যান সুব্রহ্মণ্যমকে সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনও (Deepika Padukone)।

২০১৫ সালে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজের মানসিক অবসাদের কথা প্রকাশ্যে আনেন। প্রায় এক দশক ধরে অভিনেত্রী মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রচার করছেন। ‘Live Love Laugh’ নামক তাঁর একটি নিজস্ব সংস্থাও রয়েছে। সম্প্রতি চেয়ারম্যান সুব্রহ্মণ্যমের ৯০ ঘন্টা কাজের নিদান নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন দীপিকা।

আরও পড়ুন:  টোটোয় চেপে অভিনব প্রচার মানসীর

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজের ইনস্টগ্রাম স্টোরিতে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। আর
সেই পোস্ট দীপিকা লেখেন, ‘কোনও সংস্থার উচ্চ পদে থাকা কোনও ব্যক্তির এমন মন্তব্য দেখে তিনি হতবাক হচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার দিন এক ভাইরাল ভিডিওতে এলঅ্যান্ডটি সংস্থার চেয়ারম্যান সুব্রহ্মণ্যমকে বলতে শোনা যায়, সপ্তাহে রবিবার সহ ৯০-ঘণ্টার কাজের পক্ষে কথা।

দেখুন আরও খবর:

Read More

Latest News