কলকাতা: মুম্বইয়ে (Mumbai) আম্বানিদের (Ambani) অনুষ্ঠান মানেই বলিউড (Bollywood) তারকাদের উপস্থিতি। জিও ওয়ার্ল্ড প্লাজার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। ৩১ অক্টোবর জিও ওয়ার্ল্ড প্লাজার ( Jio World Plaza) উদ্বোধনে বলি-অভিনেত্রীদের সাজপোশাক বেশ নজর কেড়েছে অনুরাগীদের। লুই ভিতোঁর ধূসর রঙের অফ শোল্ডার ড্রেস পরেছিলেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে কালো হাঁটু পর্যন্ত উঁচু বুট। গলায় সরু নেকপিস, কানে হিরের দুল, আঙুলে হিরের আংটি। মেসি বান, স্মোকি আই লুকে নজরকাড়া সাজ অভিনেত্রীর। তবে সোশ্যল মিডিয়ায় অভিনেত্রীর এই পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। একজন লিখেছেন, তিনি এমনকী কি পরেছেন? আরেকজন লিখেছেন, তুমি দেখতে সুন্দর, পোশাক, না।
কালো অফ শোল্ডার গাউন পরে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আলিয়া ভাট। এলোমেলো চুল, ন্যুড মেকআপে হালকা সাজে দেখা মেলে এই বলি ডিভার। সোনালি-রুপোলি চুমকির কারুকাজ করা কো-অর্ড সেট পরেছিলেন অভিনেত্রী করিনা কাপুর খান। সোনালি স্কার্ট আর ডিপনেক টপ পরে হাজির হয়েছিলেন সারা আলি খান। অভিনেত্রী জাহ্নবীর সাজও ছিল নজরকাড়া। জমকালো রুপোলি স্কার্ট আর স্কোয়ার নেকের টপ পরেছিলেন তিনি। সঙ্গে মেরুন রঙের ভেলভেটের লম্বা স্রাগ। উঁচু করে পনিটেল, লাল লিপস্টিক, হিরের গয়নার সাজে নায়িকা যেন হয়ে উঠেছিলেন অপরূপা।
মঙ্গলবারই জিও ওয়ার্ল্ড প্লাজার পথচলা শুরু হয়। ১ নভেম্বর অর্থাৎ আজ থেকেই থেকে জিও ওয়ার্ল্ড প্লাজা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বিলাসবহুল চারতলা মল। প্রায় ৭,৫০,০০০ বর্গ ফুট জুড়ে এই মল। এই প্লাজাটিতে ৬৬টি বিলাসবহুল ব্র্যান্ড রয়েছে, যার মধ্যে আন্তর্জাতিক নবাগত ব্যালেন্সিয়াগা, জর্জিও আরমানি ক্যাফে, পটারি বার্ন কিডস, স্যামসাং এক্সপেরিয়েন্স সেন্টার, ইএলএন্ডএন ক্যাফে এবং রিমোওয়া রয়েছে। এছাড়া, মুম্বই ভ্যালেন্টিনো, টোরি বুর্চ, ওয়াইএসএল, ভার্সেস, টিফানি, লাডুরি এবং পোটারি বার্নের প্রথম স্টোর খোলা হয়েছে। আর ফ্ল্যাগশিপগুলির মধ্যে লুই ভিটন, গুচি, কার্টিয়ের, ব্যালি, জর্জিও আরমানি, ডিওর, ওয়াইএসএল এবং বুলগারির মতো আইকনিক ব্র্যান্ড অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া থেকে বিরতি মানসী সেনগুপ্তের!
দেখুন আরও অন্য খবর: