ওয়েব ডেস্ক: সেন্সের বোর্ডের(Censor Board) বাধা থেকে শুরু করে আদালতের মামলা কিছুই বাকি ছিল না ‘উদয়পুর ফাইলস'(‘Udaipur Files’) ছবির ভাগ্যে। অবশেষে আইনি জট কাটিয়ে গতকাল মুক্তির আলো দেখল এই ছবি। মুক্তির ছাড়পত্র দিয়েছে দিল্লি হাইকোর্ট(Delhi HC clears)। ২০২২ সালে উদয়পুরের দর্জি কানাাহাইয়া লালের( Tailor Kanhaiya Lal in Udaipur) বাস্তব জীবনের উপর তৈরি এই ছবি।প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় রাজ(Vijay Raaz)।
আরও পড়ুন:এবার ধারাবাহিকে দেখা যাবে শুভশ্রীকে! ধারাবাহিকের নাম জানেন!
এই ছবি নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে। যদিও এই ছবি দেখে মুগ্ধ মৃত দর্জি কানহাইয়া পরিবারের সদস্যরা। ছবি মুক্তির পর তার দুই ছেলেকেও উদয়পুরের সিনেমা হলে আমন্ত্রণ জানানো হয়েছিল। ছবিতে বাবার মৃত্যুর দৃশ্য দেখে দুই ছেলে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা বলেন, ২০২২ সালে ২৮ জুন আমার বাবার সঙ্গে ঠিক কি ঘটেছিল সেটা সবার দেখা উচিত। সন্ত্রাসবাদের শিখর যে কতটা সরিয়ে দিয়েছে তা জানার জন্য সকলের কাছে তারা আবেদন করেন ছবিটি লেখার জন্য।
প্রসঙ্গত, ‘উদয়পুর ফাইলস’( “Udaipur Files – Kanhaiya Lal Tailor Murder”,) ছবিতে উদয়পুরের দর্জি কানহাইয়া লালের হত্যার ঘটনা দেখানো হয়েছে যাকে দুই ব্যক্তি প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করেছিল। প্রাক্তন বিজেপি মুখপাত্র নুপুর শর্মার সমর্থনে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করার অপরাধে খুন করা হয় তাঁকে। ছবিটি পরিচালনা করেছেন ভারত এস শ্রীনাথ এবং জয়ন্ত সিনহা। প্রযোজনা করেছেন অমিত জানি।
উল্লেখ্য, ছবিটি গত ১১ জুলাই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে ১০ জুলাই ছবিটি মুক্তির ওপরে স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। পরে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের হস্তক্ষেপে এই ছবিটি মুক্তি পেল ৮ আগস্ট।
দেখুন অন্য খবর: