Thursday, August 14, 2025
Homeবিনোদনবিদেশে ডেস্টিনেশন ওয়েডিং, কোচবিহারে রিসেপশন

বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং, কোচবিহারে রিসেপশন

Follow Us :

বলিউডে চলছে এখন বিয়ের মরশুম। রাজকুমার রাও পত্র লেখার পর আগামি মাসেই চার হাত এক হতে চলেছে ভিকি- ক্যাটরিনার। তারই মধ্যে শোনা যাচ্ছে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেও শীঘ্রই ভিকি জৈনের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন। আরেকটি সূত্র বলছে বলিউডের বাঙালি তনয়া অভিনেত্রী মৌনি রায়ও নাকি আগামী জানুয়ারি মাসে তাঁর নতুন জীবন শুরু করতে চলেছেন।মৌনি দীর্ঘদিন ধরে সুরাজ নাম্বিয়ারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। মৌনি তাঁর সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন। তবে মৌনি-সুরাজ ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন দুবাই কিংবা ইতালিতে। তবে পাত্র যেহেতু দুবাইয়ের একজন ব্যাংকার তাই স্বাভাবিক কারণেই ধরে নেওয়া হচ্ছে যে এই ডেস্টিনেশন ওয়েডিং দুবাইতেই হবে।

যা নিয়ে মৌনি ভক্তদের কিছুটা মন খারাপ হলেও তাঁরা শুনে আশ্বস্ত হবেন যে বিয়ের পর নিজের শহর কোচবিহারেই রিসেপশনের ব্যবস্থা করছেন। যারা রিসেপশনে যেতে পারছেন না তারা অনেকেই কোচবিহারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সূত্রের খবর অনুযায়ী নতুন বছরের জানুয়ারি মাসের ২৭ তারিখ কোচবিহারে বসবে বলিউড অভিনেত্রীর রিসেপশনের আসর। প্রসঙ্গত, মৌনি এবং মন্দিরা বেদি ভালো বন্ধু। তাই শোনা যাচ্ছে গত মার্চ মাসে মন্দিরার বাড়িতেই পরিবারের উপস্থিতিতে তার বিয়ের ব্যাপারটি পাকা হয়েছিল। ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের মধ্যে দিয়ে মৌনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন বলিউডে। খুব শীঘ্রই তাঁকে আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রম্ভাস্ত্র’ ছবিতে দেখা যাবে।

RELATED ARTICLES

Most Popular